IMD Weather Update Today January 25: ভরা মাঘে পিছু ছাড়ছে না বৃষ্টি (Rain)। তারই জেরে জমিয়ে শীতজাপনে বেশ অস্বস্তি ঠেকছে। এদিকে, কলকাতার তাপমাত্রা (kolkata temperature) একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। দিনের তাপমাত্রা কমলেও কলকাতায় কনকনে শীতের মেজাজ ফিকে হয়েছে। এমনিতেই জানুয়ারি শেষের পথে। তবে কি শীতের বিদায় আসন্ন? নাকি যাওয়ার আগে ফের একবার হাঁড় কাঁপিয়ে বিদায় নেবে ঠান্ডা? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট (weather update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
গত মঙ্গলবার ১২ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবারই এক ঝটকায় বেশ খানিকটা বেড়েছে কলকাতার পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আগামী দুই দিন তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। যদিও সপ্তাহান্তে ফের একবার আবহাওয়ার ইউ-টার্ন দেখতে পারে দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ এক ঝটকায় আবারও ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বেশ কয়েকটি জেলায় থাকতে পারে কুয়াশার (fog) দাপট।
কলকাতার ওয়েদার আপডেট…
গতকাল থকেই কলকাতার পারদ বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে রাতের দিকের তাপমাত্রা আামী ২৪ ঘণ্টায় ৫ ডিগ্রি পর্ন্ত বেড়ে যেতে পারে। মঙ্গলবার তিলোত্তমা মহানগরীতে এক ধাক্কায় পারদ নেমে গিয়েছিল ১১.৮ ডিগ্রিতে। যদিও বুধবার তা বেড়ে যায়।
আরও পড়ুন- Mamata Banerjee: ‘২০০ কিমি বেগে গাড়ি … আজ মরেই যেতাম’, ভয়ঙ্কর ইঙ্গিত মমতার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
জাঁকিয়ে শীত রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। দার্জিলিঙের (Darjeeling) উঁচু এলাকাগুলিতে ফের তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পিছু ছাড়বে না উত্তরেও। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টি হতে পারে।