বৃষ্টির হাত থকে রেহাই নেই আজও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বাত্য এলাকার সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভবনা রয়েছে। বৃষ্টির গেরোয় দক্ষিণবঙ্গে ঠাণ্ডা মুখ ঢাকলেও আবহাওয়ার পরিস্থিতির বদল হতে পারে সপ্তাহান্তেই। একধাক্কায় বেশ খানিকটা নেমে যেতে পারে পারদ। ফের একবার জাঁকিয়ে ঠাণ্ডা ফিরতে পারে কলকতা-সহ দক্ষিণববঙ্গের জেলাগুলিতে।
এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে আশাপ্রকাশ করেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ। টানা কয়েকদিন হাড়কাঁপানো ঠাণ্ডার স্বাদই পাননি বঙ্গবাসী।
উল্টে রাতের তাপমত্রা বেড়ে গিয়েছে গত কয়েকদিনে। গতকাল রাতের তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির কাছাকাছি। তবে শনিবার থেকে ফের একবার নামতে পারে পারদ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে রাজ্যে পারদ পতনের সম্ভাবনা প্রবল। কাল থেকেই পারদ পতনের এই পরিস্থিতি ভালো মতো টের পেতে শুরু করবেন বঙ্গবাসী।
আরও পড়ুন- রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ-অ্যাকটিভ কেস, চিন্তার কেন্দ্রে সেই উঃ২৪ পরগনা
আগামী তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে জাঁকিয়ে ঠাণ্ডার অনুভূতি ফিরতে পারে। তবে তা স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফেব্রুয়ারির শুরু থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। শীত-বিদায়ের মুখে দাঁড়িয়ে বাংলা, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।