Advertisment

Kolkata Weather Today: কল্পনাই করতে পারবেন না! ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে?

IMD Weather Update Today June 27: ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এরই জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কবে থেকে আবহাওয়ার এই বদল? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: শহর কলকাতার এক টুকরো জল-ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today June 27: আজ বৃষ্টি ব্রেক কষবে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গে এমনিতেই তো বৃষ্টির তেমন দেখা নেই। উত্তরবঙ্গের টানা বৃষ্টিতেও আপাতত রাশ পড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। তবে দুই পার্বত্য জেলা-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি চলবে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

এই মরশুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

এরই জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে।

আরও পড়ুন- Britannia Kolkata Factory Closed: আবেগে ভেসে ‘নস্ট্যালজিক’ আপামোর বাঙালি, ব্রিটানিয়ার বিজ্ঞাপনে ফিরল শোলের স্মৃতি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট আজ বিকেলের পর থেকে খানিকটা কমবে। যদিও দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন- Footpath encroachment initiative: শহর থেকে জেলা, বুলডোজারে বিপন্ন রুজি-রুটি

কলকাতার ওয়েদার আপডেট

শহর কলকাতার আকাশে আজ থেকেই মেঘের দেখা মিলবে। তবে বেলা বাড়লে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। যার জেরে অস্বস্তি বাড়বে মহানগরীর বাসিন্দাদের।

monsoon Weather Report weather today Weather Forecast
Advertisment