IMD Weather Update Today June 28: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে। জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটে যাবে। সেই পূর্বাভাস মতোই আজ শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গে এমনিতেই তো বৃষ্টির তেমন দেখা নেই। উত্তরবঙ্গের টানা বৃষ্টিতেও আপাতত রাশ পড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। তবে দুই পার্বত্য জেলা-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
এই মরশুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী ৬ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন : < India Book of Records: ‘নজিরবিহীন সাফল্য’ বঙ্গ তনয়ার!তাক লাগানো প্রতিভায় ছিনিয়ে নিলেন ‘শ্রেষ্ঠত্বের মুকুট’ >
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। ফলে টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট শুক্রবার থেকে খানিকটা কমবে। যদিও দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতার আকাশে আজ থেকেই মেঘের দেখা মিলবে। তবে বেলা বাড়লে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। যার জেরে অস্বস্তি বাড়বে মহানগরীর বাসিন্দাদের। ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি মিলছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।