তাপমাত্রা খানিকটা বাড়লেও রাজ্যে শীতের আমেজ ভরপুর। আপাতত দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যে উত্তুরে হওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। এই উত্তুরে হাওয়ার হাত ধরেই নামবে পারদ। আপাতত বুধবার পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে ফের এক দফায় পারদ পতনের জোরালো ইঙ্গিত মিলেছে।
সপ্তাহের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে হল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। আপাতত বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভোর ও সন্ধের পর থেকে শীতের অনুভূতি থাকবে রাজ্যজুড়ে। তবে দিনের বেলায় সেই অনুভূতি ফিকে হবে।
আরও পড়ুন- সবুজে সবুজ, পাহাড়ের মায়াবী পরিবেশে এযেন স্বর্গসুখ! মন রাঙাবে বাংলার এই হিল স্টেশন
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হাড়কাঁপানো ঠান্ডা ইতিমধ্যেই পড়েছে। বেড়াতে গিয়ে শীতের ভরপুর মজা নিচ্ছেন পর্যটকরা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার কামড় বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ঠান্ডার দাপট বাড়তে পারে। কোনও কোনও জেলায় রতের দিকে ২ ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে শীত স্থায়ী হতে পারে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পারদ নামতে শুরু করবে। তবে হাড়কাঁপানো শীত গোটা রাজ্যে কবে থেকে পড়তে পারে সেব্যাপারে এখনও আগাম কোনও পূর্বাভাস দিতে পারেননি আবহাওয়াবিদরা।