/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/cold.jpg)
নামছে পারদ, জাঁকিয়ে শীত রাজ্যে।
উত্তুরে হাওয়ার হাত ধরে হু হু করে নামছে পারদ। গতকালের চেয়ে এদিন আরও কমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারির শেষ প্রান্তে এসে জাঁকিয়ে শীতের অনুভূতি রাজ্যজুড়ে। শহর কলকাতার পাশাপাশি পারদ নেমছে জেলাগুলিতেও। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা।
এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে সরস্বতী পুজোর দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নামছে পারদ। মেঘমুক্ত আকাশে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে করে আগামী কয়েকদিনে কলকাতা শহরের পাশাপাশি জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠাণ্ডা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক রাজ্যজুড়ে শীতের কামড় থাকবে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বঙ্গে সামান্য বাড়ল সংক্রমণ, কিন্তু চিন্তায় রাখছে দৈনিক মৃত্যু
অন্যদিকে, আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও ঠাণ্ডা পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ৭২ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩-৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে পরিস্থিতির বদল হতে পারে দিন তিনেক পর থেকেই। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে আবারও ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। শীতের আমেজ ফিকে হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে তখন থেকেই শীত বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে বলে মনে করছেন কেউ কেউ।