IMD Weather Update Today January 30: হাড়কাঁপানো ঠান্ডার দিন প্রায় শেষ। আজ, মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় বদল হবে। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। বাংলাদেশে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টিতে ভিজবে বাংলার উপকূলবর্তী জেলাগুলি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather News)
সপ্তাহের শেষে আবহাওয়ায় বদল হলেও ফের জাঁকিয়ে ঠান্ডা ফিরবে কি না, তা স্পষ্ট করে জানায়নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather News)
দিনাজপুর ও সংলগ্ন এলাকায় শৈত্য প্রবাহ হতে পারে । উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এর প্রভাব পড়বে। সকালে কুয়াশা থাকবে ও কোল্ড-ডে পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল, বুধবার থেকে।
আরও পড়ুন Kolkata Weather Today: আর ২৪ ঘণ্টাতেই বদলে যাবে আবহাওয়া! জেলা ধরে ধরে দুর্যোগ-পূর্বাভাস জানুন
কোন কোন জেলায় বৃষ্টি (Rainfall)
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কিছু এলাকায়। কুয়াশার দাপট বেশি থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন কুয়াশা থাকবে।