Advertisment

ফিকে শীতের আমেজ! পারদ পতনের জোরালো ইঙ্গিত কবে থেকে? জানুন লেটেস্ট আপডেট

নভেম্বরের শেষ দিনে শীত যেন বেশ ফিকে!

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast makar sankranti 2023

মকর সংক্রান্তিতে শীত উধাও।

নভেম্বরের শেষ দিনে শীত যেন বেশ ফিকে! গত কয়েকদিন ধরেই রাজ্যে কমছে শীতের আমেজ। তবে এমন পরিস্থিতি বেশিদিন থাকবে না। আগামী কয়েকদিনের মধ্যেই ফের এক ঝটকায় বেশ খানিকটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে রাজ্যের সর্বত্র। সব কিছু ঠিক ঠাক চললে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।

Advertisment

গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত দফায়-দফায় ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে শীতের দাপট ফিকে হওয়ার পিছনে দুটি ঘূর্ণাবর্তই দায়ী বলে জানিয়েছে মৌসম ভবন। দুটি ঘূর্ণাবর্তের একটির অবস্থান বঙ্গোপসাগরে হওয়ার দরুন ঠান্ডা হাওয়া রাজ্যে ঢোকার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরেই গত কয়েকদিনে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়ছে।

আরও পড়ুন- শহর কলকাতার মন্দির, যাকে ঘিরে তৈরি হয়েছিল জনপ্রিয় সিনেমা

তবে এই পরিস্থিতির বদল ঘটতে পারে কয়েকদিনেই। এমনই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের শেষ দিক থেকেই রাজ্যে ফের এক দফায় পারদ পতনের জোরালো ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদদের একাংশের দাবি, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে শীত থিতু হতে শুরু করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে জোরালো শীতের অনুভূতি মিলছে গত কয়েক সপ্তাহ ধরেই। সেই অনুভূতি আরও বাড়বে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ আরও নামবে।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 30 November 2022: অচেনা বিপদ আসতে চলেছে! সাবধান এই রাশির জাতকেরা

আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি মিলবে রাজ্যজুড়ে। কলকাতা-সহ জেলাগুলিতেও বেশ বাড়বে ঠান্ডার দাপট। সুতরাং রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলতে পারে আর মাত্র সপ্তাহ খানেক পর থেকেই।

weather update West Bengal Weather Forecast Weather Report Weather Forecast
Advertisment