Bengal Weather Update: বছর শেষেও শীত-ঘুমে শীত। উধাও ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে উত্তুরে হাওয়া। তারই জেরে ডিসেম্বর শেষেও জমাটি ঠান্ডা গায়েব। তবে পরিস্থিতির বদল হবে আর দিন কয়েকেই। নতুন বছরের শুরুর সপ্তাহেই দার্জিলিঙে ফের তুষারপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গে ঠান্ডার কামব্যাক কবে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
পশ্চিমী ঝঞ্ঝা শীতের মেজাজটাই ভেঙে চুরমার করে দিয়েছে। উত্তুরে হাওয়া ঢুকতেই পারছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারই জেরে উধাও শীত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বরং পূবালি হাওয়ার দাপট বাড়ছে। তারই জেরে বেলা বাড়লে শীতের আমেজ ফিকে হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।
৪ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা খানিকটা নেমে যেতে পারে। আগামী সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১০-১২ ডিগ্রিতে নেমে যেতে পারে পারদ। কোনও কোনও জেলায় ১০ ডিগ্রিরও নীচে নেমে যেতে পারে পারদ।
কলকাতার ওয়েদার ইনফো…
শহর কলকাতায় শীত উধাও। তবে আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতাতেও পারদ নামবে। ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপাত্রা। তবে আপাতত তিলোত্তমা মহানগরীতেও জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত মেলেনি আবহাওয়া দফতরের তরফে।
আরও পড়ুন- Amrit Bharat Express: বছর শেষে মোদীর ‘উপহার’, তুফান গতির অমৃত ভারত পেল বাংলা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই ভালো মতো ঠান্ডার দাপট রয়েছে। এবার ফের একবার পাহাড়নগরী দার্জিলিঙে বরফ পড়তে পারে। এছাড়াও দার্জিলিং-সহ আর এক পার্বত্য জেলা কালিম্পঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।