IMD Weather Update Today January 31: ভরা মাঘেই গ্রীষ্মের আমেজ! পশ্চিমী ঝঞ্ঝার জেরে এক ধাক্কায় চার ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বাস না হলেও এটাই সত্যি! জানুয়ারির শেষদিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
এদিকে আজ, বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে জাঁকিয়ে শীত আর পড়বে না বলেই সম্ভাবনা।
আজ কোথায় কোথায় বৃষ্টি
বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন Kolkata Weather Today: ভরা মাঘে বৃষ্টিতে ভিজবে বাংলা, কনকনে ঠান্ডা উধাও, কলকাতার তাপমাত্রা কত?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আজ, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সঙ্গে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টি বাড়বে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে।