Advertisment

রবির ছুটিতে পুজোর শপিং? বেলা গড়ালেই বিরাট বদল আবহাওয়ায়

রবিবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
পুজোর মুখেও দুর্যোগের আশঙ্কা? বিরাট আপডেট হাওয়া অফিসের

ফাইল ছবি।

রবিবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। পুজোর আগে আজ এই ছুটির দিনে শহরে কেনাকাটার ধুম পড়ে যাবে। তবে শপিং প্ল্যানে সঙ্গে রাখতেই হবে ছাতা বা রেনকোট। কারণ, বেলা যত গড়াবে ততই বদলাবে আবহাওয়া।

Advertisment

আলিপুর আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শহরে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুধু কলকাতা শহরেই নয়, আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েকদিন ভ্যাপসা গরমের পর শুক্রবার মধ্যরাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। শনিবারও দিনভর হালকা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার সকাল থেকে মেঘ সরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে।

আরও পড়ুন- শহর কলকাতায় জগদ্ধাত্রী মন্দির, সংকটে তিনিই দেন পরিত্রাণের পথ

পুজোর আগে আজ জমিয়ে কেনাকাটার প্ল্যান অনেকেই সেরে রেখেছেন। তবে কলকাতা শহরে পুজোর বাজার করতে এলে আজ সঙ্গে রাখতেই হবে ছাতা বা রেনকোট। কারণ, বেলা বাড়লেই বদলাবে শহরের আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে কলকাতায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 4 September 2022: পারিবারিক ঝামেলা আজকে বিপদে ফেলবে এই রাশির জাতকদের!

কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর ভ্যপসা গরমের হাত খেরে রেহাইয়ের কোনও ইঙ্গিত মেলেনি। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

kolkata Rainfall in Kolkata Weather Forecast weather Update. Bengal Weather
Advertisment