IMD Weather Update Today April 5: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেন আগুন ঝরাচ্ছে সূর্য। আজ শুক্রবারেও তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু আজই নয়, আগামিকাল শনিবারেও তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে শীঘ্রই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
Advertisment
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া (Weather) রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনই পরিস্থিতি থাকবে। আজ ও কাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heat Wave Alert) সতর্কতা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে স্বস্তির খবরও। উইকেন্ডে (Weekend) ঝড়-বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবি ও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপটও খানিকটা কমতে পারে।
শহর কলকাতায়ও জ্বালাপোড়া গরম। বেলা বাড়লে অস্বস্তিকর শুষ্ক হাওয়া পরিস্থিতি যেন অসহনীয় করে তুলছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার মহানগরীর তাপমাত্রা ৩৮ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে যেতে পারে। তবে আগামী রবি ও সোমবার কলকাতা শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও। শনিবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।