ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীত কিন্তু চালিয়ে ব্যাটিং করছে। শনিবারের পর রবিবারও কলকাতা-সহ জেলাগুলিতেও ঠান্ডার ভরপুর আমেজ। তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের অনুভূতিতে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তবে কি বিদায়বেলায় হাড় কাঁপিয়ে যাবে ঠান্ডা? কী বলছে ওয়েদার আপডেট?
শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে। রবিবার তাপমাত্রা খানিকটা বেড়ে হল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বরং সোমবারের পর থেকে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে। আগামী তিন থেকে চারদিন একটু একটু করে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে ২০ ডিগ্রির কাছেও পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
আরও পড়ুন- আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, চরম দুর্ভোগের আশঙ্কা!
গত ১০ বছরে এবারই প্রথম এমন উষ্ণ পৌষ সংক্রান্তি কেটেছে বঙ্গবাসীর। মাঘ মাসের শুরু থেকেও হাড়কাঁপানো ঠান্ডার দেখা নেই। এবছরের মতো এমন উষ্ণ আবহাওয়ায় শেষ কবে সরস্বতী পুজো কেটেছে তাও অনেকে মনে করতে পারছিলেন না। তবে কি এবার শীতের পরশ গায়ে মেখেই কাটবে ভ্যালেন্টাইন্স ডে? সেই ইঙ্গিতও কিন্তু দিচ্ছে না হাওয়া অফিস।
বরং এবছর ভ্যালেন্টাইন্স ডে-র দিনেও গরম অনুভূত হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মোটের উপর আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন করে ফের এক দফায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা-সহ জেলাগুলিতে এখনই বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়নি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।