গরমে হাঁসফাঁস দশায় কাবু কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির জন্য চাতকের অপেক্ষা সর্বত্র। একদিকে উত্তরবঙ্গে চলছে তেড়ে বৃষ্টি। তবে ভরা আষাঢ়েও বরুণদেবের কৃপা থেকে বঞ্চিতই থাকছে দক্ষিণবঙ্গ। তবে দিন কয়েকেই আবহাওয়ায় তুমুল বদলের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে উল্টো চিত্র। দিন কয়েকের বৃষ্টির পর থেকে বর্ষা কার্যত উধাও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। যার জেরে ভরা আষাঢ়েও বৈশাখের গরম দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই সূর্যের গনগনে তেজে অসহনীয় হচ্ছে পরিস্থিতি। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি পরিস্থিতি চরমে তুলছে।
আরও পড়ুন- প্রতি বুথে থাকুক আধাসেনা, প্রস্তাব এবার প্রধান বিচারপতির
তবে দিন কয়েকেই খানিকটা হলেও পরিস্থিতির বদল চোখে পড়বে। শনিবার অর্থাৎ, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
তবে ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি এলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এখনই মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে।