Advertisment

Kolkata Weather Today: বিকেলেই বিরাট হাওয়া বদল! দহনজ্বালা জুড়োতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

IMD Weather Forecast Update: পশ্চিমের জেলাগুলিতে চৈত্র শেষেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। প্রচণ্ড দাবদাহে জেরবার হচ্ছেন সাধারণ মানুষজন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। অস্বস্তিকর তীব্র গরম বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলাতেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

IMD Weather Update Today April 6: অস্বস্তিকর ভ্যাপসা গরমে চৈত্রের শেষেই নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গ-জুড়ে। একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। শুক্রবারের পর রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শনিবারেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাওয়া বদলেরও ইঙ্গিত রয়েছে। একইসঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

শুক্রবারের পরিস্থিতি বহাল শনিতেও। আজও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা অর্থাৎ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। তবে সন্ধের পর বেশ কিছু জেলায় হাওয়া বদলের জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

রবিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি…

আগামী রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) দাপট দেখা যেতে পারে। রবিবারের পর সোমবারেও দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায়-জেলায় বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জোরালো দাপট থাকবে। একইসঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। এই দুর্যোগের হাত ধরেই তাপমাত্রা কমবে জেলায়-জেলায়। অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকেও কিছুটা হলেও রেহাই পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

আরও পড়ুন- CPIM Candidate List 2024: নওশাদ ‘নরুন’ দেখাতেই বাকি আসনে প্রার্থী ঘোষণা বামেদের, ব্যারাকপুরে ভরসা অভিনেতায়, ডায়মন্ডে কে?

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা…

ঝড়-বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গেও। শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

weather update rain Weather Report Weather Forecast
Advertisment