IMD Weather Update Today February 6: বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি! পশ্চিমী হাওয়া এবং পূবালি হাওয়ার সংঘাতে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হালকা পরিমাণেই হবে। ভারী দুর্যোগের সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার পর সপ্তাহান্তে ফের নেমে যেতে তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখন আর নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই এই পরিস্থিতি বহাল রয়েছে। এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শহর কলকাতা (Kolkata) থেকে জেলা, সব জায়গাতেই এবার একটু একটু করে পারদ চড়বে। তবে এই আবহেই ফের একবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনা জেলায়-জেলায়।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update)
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক শহর কলকাতার তাপমাত্রাও তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আজ তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন করে কলকাতাতেও ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
ফের একবার উত্তরঙ্গের (North Bengal) দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়তে পারে। নতুন করে উত্তরবঙ্গের ক্ষেত্রেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও বেশ কম।