Advertisment

Kolkata Weather Today: ভ্যাপসা গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি নামবে কবে থেকে?

IMD Weather Forecast Update: এবছর সময়ের কিছুটা আগেই দেশে বর্ষা ঢুকেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। নির্ধারিত সময়ের দিন তিনেক আগেই উত্তরবঙ্গে পা রেখেছে বর্ষাকাল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৩১ মে থেকে উত্তরবঙ্গের একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

বৃষ্টি ভেজা শহর কলকাতার ছবি।

IMD Weather Update Today June 6: এবছর নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরবঙ্গ পর্যন্ত বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের আকাশে আজও মেঘের দেখা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম অস্বস্তি দিনে দিনে আরও বাড়ছে। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? এ নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

এবছর সময়ের কিছুটা আগেই দেশে বর্ষা ঢুকেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। নির্ধারিত সময়ের দিন তিনেক আগেই উত্তরবঙ্গে পা রেখেছে বর্ষাকাল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৩১ মে থেকে উত্তরবঙ্গের একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এখন যা পরিস্থিতি তাতে করে আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি প্রায় নেই বললেই চলে। এর আগে মনে করা হচ্ছিল আগামী ১০ জুনের আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোদস্তুর বর্ষাকাল ঢুকে পড়বে। তবে তেমনটা আর হচ্ছে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একটা বড় অংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা আরও বাড়বে। ভ্যাপসা গরম চরম পরিস্থিতি সৃষ্টি করবে। এছাড়াও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি আরও অসহনীয় করে তুলবে। নাজেহাল দশা হবে আট থেকে আশির।

আরও পড়ুন- Train movement in Sealdah Section: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? এখবর আগে পড়ুন! নয়তো দুর্ভোগের শেষ থাকবে না

তবে আজ বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল অর্থাৎ ৭ জুন দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, হুগলি ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী ১০ জুন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন- West Bengal Election Results 2024: বিরোধী ভোট ভাগ করেই ১৯ কেন্দ্রে সবুজ সুনামি! বাকি দশে একশোয় ১০০ তৃণমূল 

উত্তরবঙ্গের ওয়েদার আপডেট

দক্ষিণবঙ্গে অসহনীয় গরম চললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট থাকবে।

আরও পড়ুন- Rachana Banerjee: গরুর প্রশংসা করে হন হাসির পাত্রী, এবার জিতে লকেটকে বিশেষ উপহার পাঠাবেন রচনা

কলকাতার আবহাওয়ার খবর

আজ সকাল থেকেই ভ্যাপসা গরম শহর কলকাতায়। আজ গোটা দিনেই তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

monsoon Weather Report Rainfall in Bengal Weather Forecast
Advertisment