IMD Weather Update Today April 7: পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শহর কলকাতার পাশাপাশি শহরতলি ও জেলাগুলিতেও সকাল থেকেই আকাশের মুখ ভার। একেবারে ভোরের দিকে ক্ষণিকের জন্য রোদের দেখা মিলেছিল। তবে তারপর থেকেই আবহাওয়ার বদলটা চোখে পড়তে শুরু করে। কালো মেঘে ঢাকা পড়ে আকাশ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম পরিস্থিতি অসহনীয় করে তুলেছিল। তবে আবহাওয়া দফতর জানিয়েছিল রবিবার থেকে হাওয়া বদল ঘটতে পারে দক্ষিণবঙ্গে। হলও তাই। রবিবার সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ কালো করে আবহাওয়ার আমূল বদল। ইতিমধ্যেই কোনও কোনও জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের সব জেলার পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এমনকী নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। শহর কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়-বৃষ্টির হাত ধরেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের অসহনীয় পরিবেশ থেকে খানিকটা স্বস্তির স্বাদ মিলতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট…
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতা ও শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির (Rain) সম্ভাবনাও রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই মহানগরীতেও ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই মিলবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও।
সব মিলিয়ে গত কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, এই বৃষ্টির হাত ধরে তা থেকে মুক্তি মিলবে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।