Bengal Weather Update: ফের একবার রাজ্যজুড়ে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ফের এক দফায় তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির হাত ধরে তাপমাত্রাও কমছে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি এখনও রয়ে গিয়েছে। এবার ফের একবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে।
আরও পড়ুন- স্কুলের অঙ্কের প্রশ্নে ‘শুভেন্দু-নওশাদ’ আঁতাত আঁচ, তুঙ্গে বিতর্ক
এরই পাশাপাশি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধামান জেলায়। বৃষ্টির এই পর্ব চলতে পারে বুধবার পর্যন্ত। বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শহর কলকাতাতে আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার তেড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি বৃষ্টি চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা-সহ দুই দিনাজপুরে। তবে সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচিবহারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরেও। মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বাড়ছে।