IMD Weather Update Today March 8: ফের একবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। এক ধাক্কায় পারদ পতনে শীত-শীত ভাব জেলায়-জেলায়। সদ্য গুছিয়ে তুলে রাখা সোয়েটার-জ্যাকেটে যেন ফের টান পড়েছে। নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করবে কবে থেকে? দুর্যোগের পালাও চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপেডট (Weather Update)।
গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। যার জেরে অনেকেই বলতে শুরু করেছেন, দোল (Holi) পর্যন্ত বোধ হয় এমনই আবহাওয়া (Weather) থাকতে পারে। যদিও আপাতত হাওয়া অফিস সূত্রে সর্বশেষ যা আপডেট মিলেছে, তাতে সেই সম্ভাবনা বোধ হয় নেই। বরং দোলের দিনেও ভ্যাপসা গরম থাকতে পারে রাজ্যে। এবছর অন্যান্য বারের চেয়েও বেশি গরম পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুই মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামে (Jhargram) বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না। বরং শীত-শীত এই ভাব আগামী রবিবার পর্যন্ত বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। আগামী সপ্তাহের সোমবার থেকেই তাপমাত্রার এই বৃদ্ধি অনুভূত হতে পারে।
আরও পড়ুন- Premium: অভাবনীয় সংকল্পে অবিস্মরণীয় সাফল্যের সোপান! অ্যাসিড আক্রান্ত মহিলার এলড়াই জানলে তাজ্জব হবেন!
কলকাতার ওয়েদার আপডেট…
আপাতত দিন দু'য়েক শহর কলকাতার তাপমাত্রাও মোটামুটি একই থাকবে। তিলোত্তমা মহানগরীতে উইকেন্ডে (Weekend) মনোরম আবহাওয়া থাকবে। তবে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে হালকা গরমের অনুভূতিও মিলতে পারে মহানগরীতে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে উত্তরবঙ্গের শুধু পার্বত্য এলাকার জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার ও আগামিকাল শনিবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি এএলাকাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।