Advertisment

Kolkata Weather Today: কাঁপানো ঠান্ডার জোরালো কামব্যাক! বিদায়বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত?

IMD Weather Forecast Update: এই মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্পেলে ব্যাটিং করেছে শীত। এবার শীতের বিদায়লগ্ন শুরু হয়েছে। তবে তার আগে ফের একবার শীতের জোরদার মেজাজ শহর থেকে জেলায়। এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের এই দাপট কতদিন থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের ভালোমতো দাপট রয়েছে। ফের একবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়নগরী দর্জিলিঙে। কলকাতাতেও ভালোমতো শীত রয়েছে। উইকেন্ডে আরও কতটা নামতে পারে কলকাতার পারদ? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: উইকেন্ডে আরও শীত কলকাতায়? ছবি: শশী ঘোষ।

IMD Weather Update Today February 9: ফের এক দফায় পারদ পতনে শীতের জোরালো অনুভূতি শহর থেকে জেলায়। কলকাতার পাশাপাশি শুক্রবার সকাল থকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জোরোলো ঠান্ডার অনুভূতি মিলছে। তবে কি যাওয়ার বেলায় লম্বা ইনিংস খেলে যাবে শীত (Winter)? কতদিন পর্যন্ত থাকবে ঠান্ডার এই দাপট? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

ফের একবার ঠান্ডার দাপুটে কামব্যাক। আপাতত দিন কয়েক এমনই পরিস্থিতি চলবে। তবে আবহাওয়ার (Weather) বদলেও বিশেষ দেরি নেই। আগামী সপ্তাহেই ফের চড়বে পারদ। ফিকে হবে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে শীতের এই আমেজ থাকবে। তবে শহর কলকাতায় ১৫ ডিগ্রি নীচে নামবে না তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ফের একবার জাঁকিয়ে শীতের অনুভূতি মিলবে আরও কয়েকদিন। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় ১৫-এর নীচে তাপমাত্রা নামবে না। তবে পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি আশেপাশে থাকবে আরও দিন কয়েক।

মোটের উপর আরও দিন দু'য়েক তাপমাত্রার এই পতন জারি থাকবে বঙ্গে। সপ্তাহান্তে (Weekend) জমিয়ে শীতের আমেজ থাকবে। আবহাা দফকতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী বুধবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। অর্থাৎ, ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) আর সরস্বতী পুজো (Saraswati Puja) এবারও কাটতে চলেছে উষ্ণ আবহাওয়াতেই।

আরও পড়ুন- Dev: ভোটে লড়ার সম্ভাবনা ক্ষীণ! আরও ‘পাকাপোক্ত’ পথে দেব, স্পষ্ট করলেন ভাবনা

কলকাতার ওয়েদার আপডেট…(Kolkata Weather Update)

সপ্তাহান্তে শীতের মনোরম মেজাজ থাকবে শহর কলকাতায়। তবে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই। শনিবার আরও একটু ঠান্ডা পড়বে কলকাতায়। তবে আদামী সপ্তাহের শুরু থেকে কলকাতা শহরেও পারদ চড়তে শুরু করবে। সব মিলিয়ে বিদায়লগ্নে দিন কয়েক কলকাতা শহরেও দাপট দেখিয়ে যাবে শীত।

আরও পড়ুন- Offbeat Destination: মায়াবী এপ্রান্তের হৃদয় জুড়নো পরিবেশে প্রাণের স্বস্তি! অপরূপ এই নদীপাড় কলকাতার কাছেই

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের মেজাজ রয়েছে। শনিবার আরও একটু কমবে তাপমাত্রা। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ায় বদল চোখে পড়বে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে (Darjeeling) ফের বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় কুয়াশার (Fog) জাপট থাকবে।

weather update weather today Kolkata Weather
Advertisment