Kolkata Weather Today: বেলা বাড়লেই তুমুল হাওয়া বদল? আজ তেড়ে বৃষ্টি এই জেলাগুলিতে

IMD Weather Forecast Update: এবছর শীতের মরশুমেও রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। শীত বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ভরা বসন্তেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিনে আবারও আবহাওয়ার খামখেয়ালিপনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার সকাল ও সন্ধের পর শীত শীত ভাব অনুভূত হয়েছে কয়েকদিন। তবে কি দোল পূর্ণিমা পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে, জেনে নিন আবহাওয়ার একেবারে টাটকা আপডেট।

IMD Weather Forecast Update: এবছর শীতের মরশুমেও রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। শীত বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ভরা বসন্তেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিনে আবারও আবহাওয়ার খামখেয়ালিপনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার সকাল ও সন্ধের পর শীত শীত ভাব অনুভূত হয়েছে কয়েকদিন। তবে কি দোল পূর্ণিমা পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে, জেনে নিন আবহাওয়ার একেবারে টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

IMD Weather Update Today March 9: আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন কয়েকের মনোরম আবহাওয়ায় ইতি পড়তে পারে শীঘ্রই। সেক্ষেত্রে নতুন সপ্তাহের শুরু থেকেই কি তীব্র গরম পড়তে চলেছে? নাকি দোল পূর্ণিমা (Dol Purnima) পর্যন্ত এমন মনোরম আবহাওয়ার পরশ মিলবে? কী বলছে হাওয়া অফিস? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের উপর মনোরম আবহাওয়া (Weather) থাকবে। তবে বেলা বাড়লে কোনও কোনও জেলায় গরমের অনুভূতি বেশি থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধের পর থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

কলকাতার ওয়েদার আপডেট…

শনিবার মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে শহর কলকাতায়। তবে আগামিকাল অর্থাৎ রবিবার তিলোত্তমা মহানগরীতে তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দিনভর কলকাতা শহরেও পরিষ্কার আকাশ থাকবে। তবে বেলা গড়ালে রোদের তেজ বাড়লে গরমের অনুভূতি মিলতে পারে। আপাতত শহর কলকাতায়ও আগামী দিন দুয়েক আবহাওয়ার বিশেষ বদল হবে না।

Advertisment

আরও পড়ুন- Vistadome Train: পুরী যাচ্ছেন? পর্যটকদের জন্যই দুরন্ত বন্দোবস্ত! অভূতপূর্ব উদ্যোগে বেড়ানোর ফাটাফাটি অভিজ্ঞতা হবে

আরও পড়ুন- Premium: অন্ধত্ব থামাতে পারেনি সবিতার লড়াইকে, চলার পথে লাখো মানুষের ভরসা এই দৃষ্টিহীন তরুণী

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

আজ উত্তরবঙ্গে (North Bengal) প্রকাশ্য জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিলিগুড়িতে (Siliguri) সভা মোদীর (Modi)। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে তাপমাত্রা খানিকটা বেড়ে যেতে পারে। তবে শনিবার দার্জিলিঙের (Darjeeling) পার্বত্য এলাকায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু দার্জিলিঙই নয়, কালিম্পঙেও (Kalimpong) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Report wetaher Rainfall in Bengal