আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই এবার উষ্ণ আবহাওয়ায় কেটেছে দোল। তবে দোল পূর্ণিমা কাটতেই এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের পাশাপাশি ফের এক দফায় হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।
গোটা শীতকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি। শীত পার করে বঙ্গে এখন ভরা বসন্ত। এবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিহার-ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- নেতা-মাফিয়াদের প্রকাশ্যে গোপন বৈঠকের আস্তানা শক্তিগড়, কেন এই জায়গা এত প্রিয়?
দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই শহর কলকাতায় বৃষ্টি নামার মতো পরিস্থিত তৈরি হয়নি। যদিও আজ কলকাতা ও তার আশেপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন ও রাতের দিকে গরমের হাঁসফাঁস দশা থাকবে না। বরং আবহাওয়া থাকবে মনোরম। তবে বেলা বাড়লে সূর্যের রোদের ঝাঁঝে কিছুটা অস্বস্তি তৈরি হবে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে গরমের ঝাঁঝ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।