West Bengal Weather: নিম্নচাপের গেরোয় পৌষেও বৃষ্টি জেলায়-জেলায়, দুর্যোগ শেষে সোম থেকেই ঠান্ডার রাজকীয় কামব্যাক?

West Bengal Weather Forecast: ভরা পৌষে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি।

West Bengal Weather Update 21 December 2024:পূর্বাভাসটা আগেই ছিল। গতকাল থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করে। শুক্রবার রাত থেকেই জেলায়-জেলায় বৃষ্টি শুরু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির এই প্রভাব চলবে আগামিকাল অর্থাৎ রবিবারেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও চলবে বৃষ্টি। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে একাধিক জেলায়। বৃষ্টির পর্ব চুকিয়ে শীতের কামব্যাক কবে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো গতকাল থেকে একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকবে কুয়াশা দাপট।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

শনি ও রবিবার তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দিন কয়েক কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন- Bangladesh Crisis: 'বাংলাদেশ আফগানিস্তান হবে', আর কখনও যেতেই চান না মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার

আরও পড়ুন- West Bengal News Highlights: বাংলাদেশের দিকে দিকে 'জেলমুক্ত' জঙ্গিরা, ভারতের তিন রাজ্যে সাঁড়াশি অভিযানে জালে ৮ সন্দেহভাজন

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙেও। এই দুই পার্বত্য জেলার পাশাপাশি কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। সেই সঙ্গে ফের একবার তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে পাহাড়নগরী দার্জিলিংয়ে।

আরও পড়ুন- Republic Day Parade Fact Check: বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? ভাইরাল ভিডিওর সত্যিটা জানুন

আগামী কয়েকদিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্যের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েক দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনে এবং রাতের দিকের তাপমাত্রাতেও বিশেষ পরিবর্তন হবে না। তবে তারপর পরিস্থিতির বদল হতে পারে। ফের একবার শীতের জামাটি কামব্যাক দেখতে পারে বাংলা।

weather rain Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather