IMD Weather Update Today March 21:বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তারই জেরে রাজ্যের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ অর্থাৎ ২১ মার্চ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হুগলি, বাঁকুড়ার পাশাপাশি দুই মেদিনীপুরে হতে পারে ঝড়-বৃষ্টি। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকাল ২২ মার্চ শনিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি দুই চব্বিশ পরগণায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস
ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তিলোত্তমা মহানগরীতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল শহর কলকাতাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মালদহ, দুই দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।