IMD Weather Update Today January 11: ঘুচতে চলছে শীতের ছন্দপতন। ফের বাংলায় অবাধ বিচরণ শুরু উত্তর-পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়ার। ধাপে ধাপে কমবে রাতের তাপমাত্রা। ফলে শুক্রবার থেকে শীতের দ্বিতীয় কামব্যাক হতে চলেছে এ রাজ্যে।
পৌষ সংক্রান্তির আগেই রাজ্য জুড়ে নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের এই স্পেলে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণতার পারদ ছোঁবে ৯-১০ ডিগ্রির ঘর। ঝাঁকিয়ে ঠান্ড অনুভূত হবে উত্তরের জেলাগুলোতে। দিন পাঁচেক এই পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামী পাঁচ থেকে সাত বাংলার বাকি অংশে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে তিলোত্তমায়। আগামিকাল, শুক্রবার (১২ জানুয়ারি) থেকে পারদ পতন শুরু হবে। মহালগরের পারদ প্রায় তিন ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
লক্ষ্মীবারের সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। বেলায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই সকালের দিকে সামান্য কুয়াশাও দেখা গিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা হতে পারে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন- Shyamnagar Mulajore Kali: শ্যামনগর মূলাজোড় ব্রহ্মময়ী মন্দির, পৌষকালীর তীর্থস্থান
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
শুক্রবার থেকে রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে শীত ঝোড়ো ইনিংস খেততে নামছে। পারদ নীচে নামবে ক্রমশ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চল এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলায় সকালে ঘন কুয়াশা দেখা যাবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
পশ্চিমী ঝঞ্ঝার মুখে পড়তে পারে পার্বত্য উত্তরবঙ্গের জেলাগুলো। ফলে হালকা বৃষ্টি হতে পারে পাহাড় লাগোয়া দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের জেলার তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।