Advertisment

Kolkata Weather Today: পারদ চড়লেও নামবে হু হু করে! কবে থেকে শীতের ভয়াল রূপ দেখবে বাংলা?

IMD Weather Update Today January 6: ডিসেম্বর মাসের ২২ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে এবারের শীতের মরশুমের প্রথম স্পেল শেষ হয়েছে। তারপর থেকে একটু একটু করে চড়েছে পারদ। গত বছরের ২৫ ডিসেম্বর বড়দিন ও বর্ষবরণের আবহও কেটেছে উষ্ণ আবহাওয়াতেই। শীতের সেকেন্ড স্পেল কবে থেকে শুরু হবে তা নিয়ে দিন কয়েক ধরেই আলোচনা চলছে। তবে এবার মিলল বড়সড় আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Kolkata Weather Update today 6 January 2024

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া।

IMD Weather Forecast Update: আপাতত দিন কয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ থাকবে ঊর্ধ্বমুখী। বেশ কয়েকটি জেলায় বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে বরফ পড়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে শীতের সেকন্ডে স্পেলের শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু'তিনদিন পারদ একটু একটু করে চড়বে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়বে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ। যদিও পশ্চিমের জেলা বাদে অবশ্য কোথাও বৃষ্টির সম্ভবনা নেই। আপাতত দিন কয়েক এমন চললেও আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়বে। ফের নামবে পারদ। শুরু হতে পারে সীতের সেকেন্ড স্পেল।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই ভালোমতো ঠান্ডার রেশ রয়েছে। ফের দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকী দার্জিলিঙের পাশাপাশি কালিম্পঙের হালকা বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন- ED Arrests Shankar Adhya: ফের জালে তৃণমূল নেতা, রেশন দুর্নীতিতে বালু-ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য ইডির হাতে গ্রেফতার

কলকাতার ওয়েদার আপডেট…

কলকাতায় শনিবার সকালের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়লেও আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ নড়চড় হবে না আগামী দিন কয়েক।

West Bengal weather update Weather Forecast Kolkata Weather
Advertisment