আবহাওয়ার গতিবিধিতে শেষ মুহূর্তে বড়সড় বদল না এলে বঙ্গে শীতের আয়ু বড়জোড় আর আর একদিন। শনিবার থেকেই আবহাওয়ার বদল। রবিবার থেকে মেঘে ঢাকবে আকাশ। রবি ও সোমবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ফাল্গুন মাসের অকাল এই বৃষ্টির হাত ধরেই এবারের মতো রাজ্য থেকে বিদায় নেবে শীত। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দানা বাঁধছে ফের এক পশ্চিমী ঝঞ্ঝা। যার দোসর উচ্চচাপ বলয়। তারই জেরে রাজ্যের প্রায় সর্বত্র ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী রবি ও সেমাবার কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার শীতে বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।
আরও পড়ুন- টানা ২ দিন রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট, মৃত ১৫
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় মুখ ফিরিয়েছে ঠাণ্ডা। তবে শেষ বেলায় সরস্বতী পুজোর সময় থেকেই ফের একবার জাঁকিয়ে শীতের অনুভূতি মেলে বঙ্গে। একটানা কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে শীতের জোরালো আমেজ অনুভূত হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
শেষ পর্বে সরবস্বতী পুজোর পর থেকে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও টানা কয়েকদিন শীতের ভরপুর আমেজ ছিল। তবে বিদায়বেলাতেও এবার ফের একবার শীতে বাধা ঝঞ্ঝার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরেই এবার এবছরের মতো পাকাপাকিভাবে উধাওয়ের পথে শীত।