হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার রাত থেকেই আবহাওয়ার বদল চোখে পড়ছে। শীতের আমেজ বেশ খানিকটা ফিকে হয়েছে। একধাক্কায় তাপমাত্রাও বেড়েছে অনেকটাই। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির রেশ বাড়বে আগামিকাল থেকে। শনিবার সরস্বতী পুজোর দিনেও পিছু ছাড়বে না বৃষ্টি।
Advertisment
মাঘেও পিছু ছাড়ছে না বৃষ্টি। চলতি শীতের মরশুমে বারবার অসুর রূপে দেখা দিয়েছে বৃষ্টি। পরপর নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় মুখ ঢেকেছে শীত। সরস্বতী পুজোর ঠিক আগের এই সময়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি করে বুধবার রাত থেকেই আবহাওয়ার বদল। এক লহমায় উধাও শীত। বৃহস্পতিবার অনেকটাই বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে শুরু হওয়া এই বৃষ্টির রেশ থাকবে আগামিকালও। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামিকাল ৪ ফেব্রুয়ারি বেশি বৃষ্টি হবে। তবে ৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে কম।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামিকাল ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। শুক্রবারের পর শনিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে।