আরও নামল পারদ। জাঁকিয়ে ঠাণ্ডা রাজ্যজুড়ে। গতকালের চেয়ে একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। শহর থেকে জেলা, ঠাণ্ডার দাপট সর্বত্র। তবে শীতের এই ঝোড়ো ইনিংস বেশি দিন স্থায়ী হবে না। অন্তত এমনই পূর্বাভাস আবহওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি মরশুমে এই প্রথম একটানা বেশ কয়েকদিন শীত-সুখ অনুভব করছেন বঙ্গবাসী। পরপর কয়েকদিন ধরে পারদ-পতন অব্যাহত রাজ্যে। চলতি মরশুমে একের পর এক ঝঞ্ঝা, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বেশ কিছুদিন মুখ ঢেকেছিল শীত।
তবে আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে আসতেই চলতি মসের শেষ সপ্তাহ থেকে ফের একবার দাপট দেখাতে শুরু করেছে শীত। মেঘ-বৃষ্টির রেশ কাটতেই নামছে পারদ। শহর থেকে জেলা, জাঁকিয়ে ঠাণ্ডার অনুভূতি রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও দুই-তিনদিন এমনই শীতের অনুভূতি থাকবে রাজ্যজুড়ে।
আরও পড়ুন- নিম্নমুখী আক্রান্ত-সংক্রমণ হার, বাংলায় কমছে না কোভিডে মৃত্যু
তবে ৩ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার বদলটা চোখে পড়বে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে জেলা, বৃষ্টি চলবে সর্বত্রই। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৪ ও ৫ তারিখ।
অন্যদিকে, জেলাগুলিতেও ওই দু'দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পুজো। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শনিবারও বৃষ্টি চলবে রজ্যজুড়ে। অসুররূপী বৃষ্টি মাটি করে দিতে পারে সরস্বতী পুজোর আনন্দ।