পারদ ঊর্ধ্বমুখী। ঝঞ্ঝার কোপে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। শহর কলকাতা থকে জেলা, বৃষ্টি হতে পারে সর্বত্রই। আজ বুধবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানাল আলিপুর আবহায়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী তিন-চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কুয়াশামাখা বুধবারের ভোর। কলকাতা-সহ একাধিক জেলায় ভোর থেকে কুয়াশার দাপট। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়লেই কুয়াশার চাদর সরবে। অন্যদিকে, গতকালের চেয়ে এদিনের সর্বনিম্ন তাপমাত্রাও ২ ডিগ্রি বেড়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে হাড়কাঁপানো ঠান্ডার দাপট স্থায়ী হয়নি। মাঝে কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিললেও শীতের মরশুমের অধিকাংশ সময়টাতেই পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের বড়সড় প্রভাব ছিল।
আরও পড়ুন- রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ-মৃত্যু, তবে পজিটিভিটি রেট ২ শতাংশের কম
সব মিলিয়ে টানা কয়েকদিন হাড়কাঁপানো শীতের অনুভূতি এবার তেমন একটা পাননি বঙ্গবাসী। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার রেশ ছিল বেশি। এবার পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনে একটু একটু করে বাড়বে। ফিকে হবে শীতের আমেজ। একইভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
বুধবার দিনভর কলকাতায় থাকবে মেঘলা আকাশ। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।