ঘূর্ণিঝড়ের প্রভাব সরতেই পরিস্কার আকাশে নামতে শুরু করেছে পারদ। শহর থেকে জেলা, ঠান্ডার মেজাজ সর্বত্র। রবিবার সকাল থেকেই শীতের জোরালো আমেজ টের পেতে শুরু করেছেন বঙ্গবাসী। সোমবার থেকে আবহাওয়ায় আরও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কি বড়দিনের আগেই হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
শীতের মেজাজ রাজ্যের সর্বত্র। তবে চলতি মরশুমের শীত কখনও নিম্নচাপ কখনও আবার ঘূর্ণিঝড়ের দাপটে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তবে আপাতত সেসবের পালা চুকেছে। পরিস্কার আকাশে নামছে পারদ। এবার জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে। শহর কলকাতার পারদ নেমে গিয়েছে ১৯ ডিগ্রির নীচে। জেলাগুলিতে ঠান্ডার ভালোমতো দাপট চোখে পড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে আরও বদল হবে আবহাওয়ায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
সোমবার থেকেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আগামী বুধবারের মধ্যে বেশ খানিকটা পারদ নেমে গিয়ে শীতের দাপুটে মেজাজ চোখে পড়বে। মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে শীতের পরশ মিলতে পারে।
সুতরাং, লেপ-কম্পল ব্ল্যাংকেট বের করতে হতেই পারে। কারণ, কাল থেকেই আবহাওয়ায় আরও বদল আসছে। এবারের শীত কি অতীতের অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে? সম্ভবত না। কারণটা হল এল নিনো। আবহাওয়াবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবেই হাড়কাঁপানো শীত এবার হয়তো পড়বে না।
আরও পড়ুন- আসছে ভোটে বুড়ো হাড়ে নির্ভরতা কমাতে পারে তৃণমূল, অঙ্কের হিসেবে কোপে কারা?
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের মরশুমের শুরু থেকেই ঠান্ডার আমেজ রয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি বাকি জেলাগুলিতেও পারদ আরও নেমে যাবে। শুধুমাত্র দার্জিলিঙেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।