Bengal Weather Update: পূর্বাভাস মতোই নামতে শুরু করেছে পারদ। শীতের দাপট বাড়ছে শহর থেকে জেলায়। আগামী কয়েকদিনে আরও নেমে যাবে সর্বনিম্ন তাপামত্রা। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিনের মধ্যেই ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে ফের একবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। জেনে নিন আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট।
সপ্তাহের শুরু থেকেই শীতের ভালোমতো আমেজ টের পাওয়া যাচ্ছে। আজ থেকে ধীরে ধীরে আরও নামবে পারদ। গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ৪ ডিগ্রি কমেছে। মঙ্গলবার তিলোত্তমা মহানগরীর তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট
দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। তারই হাত ধরে আরও বাড়বে ঠান্ডার অনুভূতি। ভোরের দিকে কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাতের দিকের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। শহর কলকাতা লাগোয়া জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৫ ডিগ্রির গণ্ডি। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট বেশ বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ১২ ডিগ্রিতেও নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের ভরপুর আমেজ রয়েছে। মনোরম আবহাওয়ায় চুটিয়ে পাহাড় বেডা়চ্ছেন পর্যটকরা। তবে আজ-কালের মধ্যেই উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডার মেজাজ বহাল থাকবে। বেশ কয়েকটি জেলায় কুয়াশার জোরালো দাপট চোখে পড়তে পারে।
আরও পড়ুন- এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মেয়ো রোডে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা, থাকবেন কুণাল ঘোষও
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শীতের আমেজ রয়েছে। আগানী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে। ১৫ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে পারদ। ভোরের দিকে কলকাতায় হালকা কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়লে কুয়াশার চাদর সরে যাবে।