Advertisment

আরও নামল পারদ, আজই মরশুমের শীতলতম দিন, কনকনে ঠান্ডা হাড় কাঁপাবে দিন কয়েকেই?

আরও নামল পারদ। শহর থেকে জেলা, সর্বত্র ঠান্ডার কামড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: উইকেন্ডে আরও শীত কলকাতায়? ছবি: শশী ঘোষ।

Bengal Weather Update: আরও নামল পারদ। শহর থেকে জেলা, সর্বত্র ঠান্ডার কামড়। গতরাতের তাপমাত্রা একধাক্কায় আরও নেমে গিয়েছে। গতকাল রাতের তাপমাত্রা ছুঁয়েছে ১৪.৪ ডিগ্রির গণ্ডি। পরিসংখ্যান বলছে আজই চলতি মরশুমের শীতলতম দিন। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ। শীতের এই স্পেল চলবে আরও দিন কয়েক। আপাতত আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে কি বড়দিনের আগেই জাঁকিয়ে ঠান্ডায় কাঁপবে বাংলা? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট।

Advertisment

পূর্বাভাস মতোই নামছে পারদ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতে হু হু করে বইছে উত্তুরে হাওয়া। তারই জেরে তাপমাত্রারও পতন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে রাজ্যে শীতের এই স্পেল চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…

আপাতত দিন কয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ নড়চড় হবে না। শহর কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার আশেপাশে থাকবে। তবে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রিতে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন- বিজ্ঞানের অভাবনীয় ‘উপহার’! স্বামীর মৃত্যুর ২ বছর পর সন্তানের জন্ম দিলেন মহিলা

উত্তরবঙ্গের ওয়েদার আপডেট…

উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামছে পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে কুয়াশার দাপট থাকবে বেশি।

weather update West Bengal winter Weather Forecast
Advertisment