ভরা মাঘেও শীত উধাও। বহু বছর পর এমন উষ্ণ সরস্বতী পুজোর সকাল কেটেছে বঙ্গবাসীর। তবে কি শীত এবারের মতো পাকাপাকিভাবে বিদায় নিল? শীত নিয়ে এবার বিরাট পূর্বাভাস আবহাওয়া দফতরের। সব কিছু ঠিকঠাক থাকলে ফের একবার ফিরতে পারে শীতের অনুভূতি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে আবারও শীতের আমেজ ফিরতে পারে।
১০ বছর পর এবারই উষ্ণ পৌষ সংক্রান্তি দেখেছে বাংলা। সংক্রান্তির দিনেও উধাও ছিল শীত। মাঘ মাস পড়তেই শীতের পরশ আর অনুভূত হচ্ছে না। দিন যত এগোচ্চে পারদও ততই চড়ছে। সরস্বতী পুজোর দিনে ১৯ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা।
গরমের অনুভূতি মিলছিল রাজ্যের জেলায়-জেলায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এরাজ্যে উত্তুরে হাওয়া আর ঢুকতে পারছে না। তারই জেরে বঙ্গাপসসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তে রাজ্যে উষ্ণতার পরিবেশ ফিরেছে।
আরও পড়ুন- দিল্লির তলব! রাতেই রাজধানীমুখী রাজ্যপাল, পরামর্শ দেবেন ধনখড়?
তবে আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আবারও নামতে পারে পারদ। ফিরতে পারে শীতের অনুভূতি। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমে গিয়ে শীতের জোরালো দাপট ফের একবার দেখা যেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল তাপমাত্রা বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন কলকাতা সহ একাধিক জেলায় ভোরের দিকে হালকা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে । তবে বেলা বাড়লে কুয়াশার চাদর সরে যাবে।