ভরা মাঘেও শীতের দেখা নেই। বরং দিন দিন তাপমাত্রার পারদ আরও চড়ছে। বেলা বাড়লেই গরম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। এবারের মতো তবে কি পাকাপাকিভাবে বিদায় নিল শীত? এপ্রশ্নের স্পষ্ট উত্তর এখনও দিতে পারেননি আবহাওয়াবিদরা।
কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে! কোথায় কি, শীত উধাও। বহু বছর পর এমন উষ্ণ সরস্বতী পুজোর সকাল কেটেছে বঙ্গবাসীর। বেড়েই চলেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। গতকালের মতো আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। আরও বাড়বে গরমের অনুভূতি। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি।
আরও পড়ুন- তত্ত্ব বিনিময়ের মাধ্যমেই প্রেমের নিবেদন, বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’র রীতি বজায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ফের এক দফায় ঠাণ্ডার অনুভূতি রাজ্যজুড়ে ফিরতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমে যাওয়ায় শীতের জোরালো মেজাজ ফিরতে পারে।
আরও পড়ুন- ‘নোবেল প্রাইজ পাননি অমর্ত্য সেন’, বিশ্বভারতীর উপাচার্যের দাবি, কী বলছে ইতিহাস?
আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বৃষ্টির সম্ভাবনা নেই। এবারই গত দশ বছরের মধ্যে এমন উষ্ণ পৌষ সংক্রান্তি কেটেছে বঙ্গবাসীর। সংক্রান্তির দিনেও গরমের অনুভূতি ছিল রাজ্যজুড়ে। সংক্রান্তির শেষে মাঘ মাস পরলেও শীতের দেখা নেই।