শীতের কামব্যাক। এক ধাক্কায় ২ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তবে ভরা মাঘে এর চেয়েও বেশি ঠাণ্ডা পড়ে। মাঘ মাসের শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়ছিল। গতকালও কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৯ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। রবিবার তাপমাত্রা এক ধাক্কায় কমে নেমে গেল ১৭ ডিগ্রির ঘরে। আজ কলকাতার তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
দিন কয়েক ধরে একটা প্রশ্নই মনে ঘুরপাক খাচ্ছিল। তবে কি এ মরশুমে পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরেছে শীত? যদিও এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। তবে মাঘে বঙ্গে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বঙ্গে ঢোকার মুখে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তবে রবিবার থেকেই ফের এক দফায় পারদ পতনেরও ইঙ্গিত মিলেছে।
রবিবার রাত থেকেই সামান্য নামতে পারে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার পারদ নেমে যেতে পারে ১৫ ডিগ্রির ঘরে। জেলাগুলিতে ফের এক দফায় জাঁকিয়ে ঠাম্ডা পড়তে পারে।
আরও পড়ুন- সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ, ঝলকে মুখরিত তারাপীঠ, কলকাতায় দেখবে ক্লাইম্যাক্স
সম্ভবত শীতের শেষ স্পেলের শুরুটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিকে। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে কলকাতার পারদ ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদদের একাংশ। জেলায়-জেলায় ১২ ডিগ্রির আশেপাশে নামতে পারে পারদ। ফের এক দফায় জাঁকিয়ে শীতের অনুভূতি ফিরতে পারে বঙ্গে। তবে শীতের শেষ স্পেল হতে পারে বড়জোর ৩ থেকে ৪ দিনের।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী মমতাকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি বিজেপি বিধায়কের!
আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। এবার পৌষ সংক্রান্তিতেও ঠান্ডার কামড় ছিল না। সংক্রান্তি শেষেও পারদ ঊর্ধ্বমুখী। মাঘ মাসেও জোরালো শীতের দেখা নেই। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে গত ৫ বছরে এটাই উষ্ণতম জানুয়ারি মাস।