Advertisment

ঠান্ডার কামড় রাজ্যজুড়ে, দিন কয়েকেই হাড় কাঁপাবে শীত? জানুন লেটেস্ট আপডেট

শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata winter weather forecast 18 december 2022

শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে। ছবি: শশী ঘোষ।

শীতের কামড় গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা রাজ্যের সর্বত্র। শীতের ভরপুর আমেজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্র। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতে জবুথবু দশা। আগামী দিন তিনেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

Advertisment

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের ইঙ্গিত আগেই দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস সত্যি করে ১৫ ডিসেম্বরের পর থেকেই হু হু করে নামছে পারদ। তবে শনিবারের চেয়ে রবিবার অবশ্য ঠান্ডার কামড়া খানিকটা হলেও কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল ১৩.২ ডিগ্রিতে। এদিন সকাল থেকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন- বাঁকুড়ার ঝগড়াইচণ্ডী, রোগ থেকে কামনাপূর্তি, কলহ থেকে মামলা মেটাতে ভক্তদের ভরসা

আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের এই পর্বের ব্যাটিং। উত্তুরে হাওয়া এরাজ্যের ঢোকার ক্ষেত্রে কার্যত আর কোনও বাধা নেই। সেই কারণেই হু হু করে নামছে পারদ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ১০-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে জাঁকিয়ে ঠান্ডা।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 18 December 2022: সঙ্গীর কারণে আজকে বিপদে পড়বেন এই রাশিরা!

একইভাবে ঠান্ডা হাড় কাঁপাচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা লাগোয়া জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পঙে ব্যাপক ঠান্ডা পড়েছে। বেড়াতে গিয়ে জাঁকিয়ে শীতে দেদার মজা নিচ্চেন পর্যটকরা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও শীতের কামড় ভালোমতো টের পাচ্ছেন বাসিন্দারা।

weather update West Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment