Advertisment

এবার ঠান্ডার ঝোড়ো ব্যাটিং দেখবে বাংলা! সোমবারের মধ্যেই কতটা নামতে পারে পারদ?

কখনও নিম্নচাপ কখনও ঘূর্ণিঝড়ের প্রভাবে এবছর বারবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Bengal Weather Forecast: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরের দিকেও কয়েকটি জেলায় ঝিরঝিরে বৃষ্টি চোখে পড়েছে। তবে আজ বেলা বাড়লে নতুন করে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং আজ থেকেই আমূল বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জেনে নিন তারই বিস্তারিত আপডেট।

Advertisment

কলকাতার ওয়েদার আপডেট

চলতি মরশুমে শীতের পথে বারবার বাধা এসেছে। শুক্রবার সকালেও ঘূর্ণিঝড় মিগজাউম এফেক্ট জারি শহর কলকাতায়। মেঘলা আকাশে ঢাকা তিলোত্তমা মহানগরী। তবে আজ বেলা বাড়লে নতুন করে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এবার কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী দু'দিনের মধ্যে ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা শহরে পারদ নামার ইঙ্গিতের পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা কমবে। আগামী দিন চারেকের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের জোরালো আমেজ মিলতে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর তীব্র শীতের পরশ সম্ভবত মিলবে না। শীতের মরশুমের এই কয়েকমাস স্বাভাবিকভাবে যে তাপমাত্রা থাকে এবছর তার চেয়ে বেশি থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন- বাংলায় বন্দে ভারত নিয়ে বিভ্রান্তি জারি, এবার মুখ খুলল রেল

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

বৃহস্পতিবারই দার্জিলিঙে তুষারপাত হয়েছে। পাহাড় বেড়াতে যাওয়া পর্যটকের দল এখন উচ্ছ্বাসের স্রোতে ভাসছেন। গোটা উত্তরবঙ্গে এখন দারুণ আবহাওয়া। যদিও কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। মোটের উপর শীতের পরশ গায়ে মেখেই ঘুরছেন পর্যটকরা। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ অন্য জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে।

আরও পড়ুন- ‘হঠাৎ জাতীয় সঙ্গীত শুরু হলে শুয়ে থাকা বয়স্করাও লাফিয়ে দাঁড়াবেন?’ রাজ্যকে বিঁধে প্রশ্ন

West Bengal winter Weather Forecast
Advertisment