Advertisment

দ্রুত নামল পারদ, মাঝ ডিসেম্বরে কাঁপুনি ধরাচ্ছে শীত, ঠান্ডার এই স্পেল কতদিন?

রাজ্যজুড়ে ফিরল শীতের আমেজ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 20 january 2023

এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল পারদ।

ফিরল শীতের আমেজ। একধাক্কায় পারদ নেমে গেল ২ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই জাঁকিয়ে বসছে শীত। হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই জেরে নামছে পারদ। তথ্য বলছে আজই চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন।

Advertisment

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকালের চেয়ে আজ এক ধাক্কায় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ২ ডিগ্রি। রাজ্যে পুরোদমে ফিরেছে শীতের আমেজ। গত সপ্তাহ পর্যন্ত আক্ষেপ ছিল যে শীত এখনও আসছে না। কিন্তু এখন আকাশ পরিষ্কার। উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে। তারই জেরে রাতের তাপমাত্রা দ্রুত নামছে।

আরও পড়ুন- ‘বাঙালি হিসাবে বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যেতে পারছি না, ধ্বংস করছি’, হতাশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

কলকাতার পাশাপাশি ঠান্ডা জাঁকিয়ে বসেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়ার গতিপ্রকৃতি থেকে আবাহওয়াবিদদের অনুমান, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের এই স্পেল বজায় থাকবে। কলকাতায় সকাল ও সন্ধেয় শীতের আমেজ থাকবে। তবে বেলার দিকে ঠান্ডা একটু কমতে পারে। মোটের উপর গোটা রাজ্যেই শীতের পরিস্থিতি অনুকূল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা।

দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বেড়াতে গিয়ে জমিয়ে ঠান্ডার স্বাদ নিচ্ছেন পর্যটকরাও। আবহাওয়া দফতরের পূর্বাবাস, আগামী কয়েকদিন শীতের এই আমেজ গোটা রাজ্যে বজায় থাকবে।

winter weather update Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment