প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রাজ্যের সর্বত্র দুরন্ত গতিতে ব্যাট করছে শীত। এমন হাড়কাঁপানো শীত শেষ কবে উপভোগ করেছেন বঙ্গবাসী? তা নিয়ে শুরু বিশ্লেষণ। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১০ ডিগ্রির ঘরে। জাঁকিয়ে শীতে জবুথবু দশা জেলাগুলিতেও।
জানুয়ারির প্রথম সপ্তাহেই হাড়কাঁপানো ঠান্ডা গোটা রাজ্যে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পরিসংখ্যান বলছে আজই এমরশুমের সবচেয়ে শীতলতম দিন। আবহাওয়া দফতরের পূর্বাবাস অনুযায়ী, এই পর্বে আগামী রবিবার পর্যন্ত চলবে দারুণ ঠান্ডার এই দাপট। শীত হাড় কাঁপাবে শহর থেকে জেলা সর্বত্র। জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
প্রবল শীতের সঙ্গেই বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরবে কুয়াশার চাদর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। উত্তুরে হাওয়ার হাত ধরেই রাজ্যজুড়ে হু হু করে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তারই জেরে প্রবল শীতে কাঁপছে বঙ্গ। তবে রবিবারের পর তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুন- ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন দেবী নায়েকালী, ৩০০ বছর ধরে চলছে দেবীর আরাধনা
আগামিকাল শনিবার কলকাতা-সহ সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা নেমে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। রবিবারও দিনভর থাকবে ভরপুর ঠান্ডার আমেজ। তবে আগামী সপ্তাহের শুরু থেকে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে ঠান্ডা হাড় কাঁপাচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডার প্রবল দাপট লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 6 January 2023: অন্যের কথায় কান দিলেই আজ মুশকিল, সতর্ক থাকুন!
অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কনকনে শীতে জবুথবু দশা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী কয়েকদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে। সব মিলিয়ে শীতের এই পর্বে প্রবল ঠান্ডা উপভোগ করতে পারছেন বঙ্গবাসী।