সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের দাপট ফিকে হয়নি। শুধু কলকাতাই নয়, শীতের ভরপুর আমেজ বজায় রয়েছে জেলাগুলিতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী বুধবার পর্যন্ত সামান্য বেড়ে চলবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের পর থেকে ফের এক দফায় পারদ পতনের ইঙ্গিত হাওয়া অফিসের।
গত কয়েকদিন ধরেই জোরালো শীতে হাড় কাঁপুনি দশা চলছিল রাজ্যের সর্বত্র। তবে সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেসলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত আগামী বুধবার পর্যন্ত একটু একটু করে বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের কলকাতা-সহ জেলাগুলিতে পারদ পতনের জোরালো ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 9 January 2023: বছরের শুরুতে খরচ না কমালে আজকে মুশকিলে পড়বেন এই রাশিরা!
এবারের শীত অনেক রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। তাপমাত্রার নিরিখে পাহাড় নগরী দার্জিলিঙের সঙ্গে রীতিমতো টেক্কা দিচ্ছে পশ্চিমের পুরুলিয়া জেলা। দার্জিলিঙের তাপমাত্রাও রবিবার ৭ ডিগ্রি ছিল। রবিবার পুরুলিয়া জেলাতেও একই তাপমাত্রায় হাড়কাঁপুনি দশা তৈরি হয়েছিল। শুধু পুরুলিয়াই নয়, পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এবার। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের জোরালো সম্ভাবনা রয়েছে।
এমরশুমের শুরু থেকে শীত নিয়ে হাপহিত্যেশ চলছিল। তবে গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডা সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছে। কলকাতার তাপমাত্রা এবার ১০-এর ঘরে নেমে গিয়েছিল। বৃহস্পতিবারের পর থেকে ফের একবার কমতে শুরু করবে তাপমাত্রা। এখন দেখার এবারের শীত নিজেই নিজের রেকর্ড ভাঙতে পারে কিনা।