শীতের জোরালো আমেজ রাজ্যজুড়ে। শুক্রবার আরও নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এক ধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে নেমে গেল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পরিসংখ্যান বলছে আজই এমরশুমের সবচেয়ে শীতলতম দিন। আবহাওয়াবিদরা মনে করছেন এবার আর ঢাক ঢাক গুর গুর নয়, শীঘ্রই ঝোড়ো ব্যাটিং করতে ক্রিজে নামছে শীত।
ঘূর্ণিঝড় মান্দাসের প্রব এরাজ্যে পড়েনি। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া আরও কোথাওই ঘূর্ণিঝড় প্রভাব ফেলতে পারেনি। আবাহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে পশ্চিমবঙ্গে শীতল হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। সুতরাং নিজস্ব ছন্দেই বঙ্গে দাপট বাড়াবে শীত। তবে আগামিকাল থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে তাপমাত্রার এই বৃদ্ধি স্থায়ী নয়। দিন দুয়েক ওই প্রবণতার পরেই ফের নামবে পারদ। জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে শুরু করবে রাজ্যজুড়ে।
আরও পড়ুন- রোগ-ব্যাধি থেকে যে কোনও বিপদ, অসহায় ভক্তদের আশ্রয় হাওড়ার খলিশানি বুড়িমা
হাড়কাঁপানো শীত কবে থেকে? আবহাওয়াবিদরা মনে করছেন এমাসের ১৫ তারিখের পর থেকে বঙ্গে হু হু করে নামবে পারদ। শীতের জোরালো ব্যাটিং কাঁপুনি ধরাতে পারে রাজ্যজুড়ে। পশ্চিমের জেলাগুলিতে হাড়কাঁপুনি ঠান্ডার অনুভূতি মিলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গে শীত স্থায়ী হতে পারে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 9 December 2022: অন্ধের মত কাউকে বিশ্বাস করলেই ঠকবেন, সাবধান এই রাশিরা!
এমনিতে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পং। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৭ ডিগ্রির ঘরে। কালিম্পঙের তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে। বেড়াতে গিয়ে জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরাও। সময় যত এগোবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের এই জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের।