West Bengal Latest News Updates 15 July 2021: জল্পনা উস্কে দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ছাড়লেন বিনয় তামাং। পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়। এবছর বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেয় তামাংপন্থী মোর্চা। তার মধ্যে একটিতে জিতেছে। নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিল মোর্চা। তবে আশাতীত ফল না হওয়ায় ব্য়র্থতার দায় নিয়ে বৃহস্পতিবার ইস্তফা দিলেন বিনয়। পদত্যাগপত্র দলের সাধারণ সম্পাদক অনীত থাপাকে পাঠিয়েছেন তিনি। অনীতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এই পদত্যাগ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কি এবার বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলাবেন বিনয়, তা নিয়ে পাহাড়ে জোর জল্পনা।
কেন্দ্রের ভ্যাকসিন বণ্টন নিয়ে এদিন ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন, “টিকা প্রয়োজন ১৪ কোটি ডোজ, অথচ রাজ্যকে দেওয়া হয়েছে মাত্র ২ কোটি ১২ লক্ষ ডোজ।” মমতার দাবি, অনেক রাজ্যকে বেশি টিকা এবং অন্যদের কম দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, “উত্তরপ্রদেশ বিজেপি শাসিত বলে বেশি টিকা দেবেন আর বাংলাকে দেবেন না এটা অন্যায়।”
হরিদেবপুরের পর এবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত লালু সেন ওরফে রাহুলের সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করে রাহুলের খোঁজ মেলে।
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। গতকাল মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। বুধবার রাতভর তল্লাশির পর ট্রলারের ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। রাতেই উদ্ধারকাজ খতিয়ে দেখতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা এবং সুন্দরবন পুলিশ সুপার।
দিঘার পর এবার শৈলশহর তথা বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিংয়েও পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি হল। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে নাহলে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই পাহাড়ে প্রবেশেধিকার মিলবে, নির্দেশ জেলাশাসকের।
তিন দিন পর কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম। লিটারে ৩৯ পয়সা বেড়ে শহরে পেট্রলের দাম হল ১০১ টাকা ৭৪ পয়সা। ডিজেলে লিটারপ্রতি ২১ টাকা বেড়ে নয়া দাম হল ৯৩ টাকা ২ পয়সা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
Jul 15, 2021 21:19 ISTভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা জাতীয় মানবাধিকার কমিশনের, রাজ্যকে তুলোধোনা
রবীন্দ্রনাথের মাটিতে হাজার হাজার মানুষের উপর নৃশংস অত্যাচার, খুন এবং ধর্ষণের ঘটনা! ভোট পরবর্তী হিংসার তদন্তে এসে এ ভাষাতেই সরকারের সমালোচনা করেছে জাতীয় মানবাধিকার। মঙ্গলবার কমিশন মুখবন্ধ খামে ৫০০ পাতার একটা রিপোর্ট হাইকোর্ট দাখিল করেছে। নবান্নের অনুরোধে সেই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হয়। সেই খাম খুলতেই জমা পড়া নথির ছত্রে ছত্রে হিংসা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা।
-
Jul 15, 2021 18:11 ISTগোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ছাড়লেন বিনয় তামাং, গুরুংয়ের সঙ্গে হাত মেলানোর জল্পনা
জল্পনা উস্কে দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ছাড়লেন বিনয় তামাং। পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়। এবছর বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেয় তামাংপন্থী মোর্চা। তার মধ্যে একটিতে জিতেছে। নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিল মোর্চা। তবে আশাতীত ফল না হওয়ায় ব্য়র্থতার দায় নিয়ে বৃহস্পতিবার ইস্তফা দিলেন বিনয়। পদত্যাগপত্র দলের সাধারণ সম্পাদক অনীত থাপাকে পাঠিয়েছেন তিনি। অনীতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এই পদত্যাগ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কি এবার বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলাবেন বিনয়, তা নিয়ে পাহাড়ে জোর জল্পনা।
-
Jul 15, 2021 17:31 ISTসাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনে তৃণমূল
ভবানীপুর-সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে। তাঁর কাছে আবেদন করেন, দ্রুত এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন করানোর জন্য।
-
Jul 15, 2021 16:20 ISTকেন্দ্রের ভ্যাকসিন বণ্টন নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রের ভ্যাকসিন বণ্টন নিয়ে এদিন ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন, "টিকা প্রয়োজন ১৪ কোটি ডোজ, অথচ রাজ্যকে দেওয়া হয়েছে মাত্র ২ কোটি ১২ লক্ষ ডোজ।" মমতার দাবি, অনেক রাজ্যকে বেশি টিকা এবং অন্যদের কম দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, "উত্তরপ্রদেশ বিজেপি শাসিত বলে বেশি টিকা দেবেন আর বাংলাকে দেবেন না এটা অন্যায়।"
-
Jul 15, 2021 16:15 ISTইয়াসে ক্ষতিগ্রস্ত সৈকত শহরের হকারদের হাতে ফেরি ভ্যান, দোকানের চাবি তুলে দিলেন মমতা
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নবান্ন। ইয়াস-সহ একাধিক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। দিঘা, মন্দারমণি, তাজপুর পুনর্গঠনে সরকারই পদক্ষেপ করছে, এদিন ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সমুদ্রপাড়ে ব্যবসায়ীদের সুবিধার জন্য ফেরি ভ্যান এদিন সরকারি তরফে উপহার দেওয়া হয়েছে স্থানীয় হকারদের। তাঁদের ব্যাবসায়িক স্বার্থ নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী। সৈকত সরণির বিপর্যস্ত দোকান সারিয়ে ব্যবসায়ীদের হাতে চাবি তুলে দেওয়া হয়। নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের তদারকি করেন।
-
Jul 15, 2021 15:01 ISTমঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা-সহ ২
মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা-সহ ২। ধৃত সাবুল শেখ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনায় সিট গঠন করে পুলিশ। তদন্ত করে দুজনকে গ্রেফতার করে সিট।
-
Jul 15, 2021 12:55 ISTদেশজুড়ে ২১ জুলাই পালনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল
রাজ্যের করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তবুও কোন ঝুঁকি নিতে চাইছে না রাজ্যের শাসক শিবির। এবারও ‘শহিদ দিবস’ ২১ জুলাই ভার্চুয়ালি করবে তৃণমূল। কিন্তু তাতেও থাকছে চমক। একুশের সমাবেশ এবার ভার্চুয়ালি দেশজুড়ে ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল। দলনেত্রীর বার্তা দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।
-
Jul 15, 2021 11:42 ISTএবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি
হরিদেবপুরের পর এবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত লালু সেন ওরফে রাহুলের সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করে রাহুলের খোঁজ মেলে।
-
Jul 15, 2021 10:54 ISTকাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে
কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির।
-
Jul 15, 2021 09:42 ISTতিন দিন পর কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম
তিন দিন পর কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম। লিটারে ৩৯ পয়সা বেড়ে শহরে পেট্রলের দাম হল ১০১ টাকা ৭৪ পয়সা। ডিজেলে লিটারপ্রতি ২১ টাকা বেড়ে নয়া দাম হল ৯৩ টাকা ২ পয়সা।
-
Jul 15, 2021 09:41 ISTদার্জিলিংয়েও পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি হল
দিঘার পর এবার শৈলশহর তথা বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিংয়েও পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি হল। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে নাহলে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই পাহাড়ে প্রবেশেধিকার মিলবে, নির্দেশ জেলাশাসকের।
-
Jul 15, 2021 09:41 ISTসাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ একজন
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। গতকাল মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। বুধবার রাতভর তল্লাশির পর ট্রলারের ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। রাতেই উদ্ধারকাজ খতিয়ে দেখতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা এবং সুন্দরবন পুলিশ সুপার।