Advertisment

West Bengal Latest News Updates 16 July 2021: বিধানসভার ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা প্রাক্তন বিজেপি বিধায়কের

West Bengal News and Latest Updates: তাঁর মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাইকোর্টে মামলা প্রাক্তন বিজেপি বিধায়কের

West Bengal Latest News Updates 16 July 2021: করোনা বিধি মেনে আজ থেকে সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হল মেট্রো রেল পরিষেবা। রাজ্যে কোভিড বিধিনিষেধের জেরে এত দিন বন্ধ ছিল মেট্রো। জানা গিয়েছে, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেট্রো রেল। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বের রুটে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্ট রুটে চলবে ৪৮টি মেট্রো।

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার বকখালির কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার। ট্রলারডুবিতে নিখোঁজ ১০ জনের দেহই উদ্ধার হল দুদিনের মাথায়।

ইডি অফিসার পরিচয় দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রতারণা। অভিযোগ দায়ের লালবাজারে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস খুনের তদন্তভার হাতে নিল সিআইডি। আজ, শুক্রবারই মঙ্গলকোটে যেতে পারেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, সকলের সঙ্গে কথা বলে নমুনা সংগ্রহ করবেন গোয়েন্দারা। রাজনীতির বাইরে অসীম দাসের কোনও ব্যক্তিগত শত্রু ছিল কি না, আগে কেউ তাঁকে প্রাণমাশের হুমকি দিয়েছিলো কিনা, অতিসম্প্রতি তাঁর সঙ্গে কাদের যোগাযোগ হয়েছিল, জেরায় সেসব জানতে চাইতে পারেন তদন্তকারীরা।

আগামী ৯ অগাস্ট বাংলা থেকে রাজ্যসভায় একটি আসনে উপনির্বাচনের হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে যে, ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই। এছাড়া, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ থাকবেন।

বৈষ্ণবনগরে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পুনর্গণনা মামলা করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। তাঁর মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 16, 2021 21:27 IST
    হিমশৈলের চূড়ামাত্র! মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে মন্তব্য শুভেন্দুর

    হিমশৈলের চূড়ামাত্র! সারা দেশের কাছে লজ্জা! রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়ে এই মন্তব্যই করল বঙ্গ বিজেপি। সাংবাদিক বৈঠকে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই রিপোর্ট প্রমাণ করছে রাজ্যে আইনের শাসন নেই। বাম আমলে প্রশাসন ও দলের মধ্যে সুক্ষ্ম রেখা অবশিষ্ট ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই রেখা মুছে গেছে। এটা হিমশৈলের চূড়ামাত্র।”



  • Jul 16, 2021 20:20 IST
    বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির নয়া চেয়ারম্যান ঘোষণা, পদ পেলেন মদন মিত্র

    পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণার পর প্রতিবাদে বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিধায়করা। শুক্রবার সেই কমিটির গুলির নয়া চেয়ারম্যান পদে নাম ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সব কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুকুল হাজির থাকলেও ছিলেন না কোনও বিজেপি বিধায়ক।



  • Jul 16, 2021 19:18 IST
    গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি মনোনীত হলেন অনীত থাপা

    বিনয় তামাং ইস্তফা দেওয়ার পরদিনই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি মনোনীত হলেন অনীত থাপা। মোর্চার কেন্দ্রীয় কমিটিরে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতকালই বিধানসভা নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দেন বিনয়। মোর্চার সাধারণ সম্পাদক অনীতের সঙ্গে নির্বাচনের পর থেকেই দূরত্ব তৈরি হয় বিনয়ের। বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলাতে চলেছেন বিনয়, এমনটাই গুঞ্জন পাহাড়ে।



  • Jul 16, 2021 18:23 IST
    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু ১৯ জুলাই, জানালেন ব্রাত্য বসু

    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৯ জুলাই, সোমবার থেকে। শুক্রবার নবান্নে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শুক্রবার থেকেই ইন্টারভিউয়ের জন্য কল লেটার পাঠানো হচ্ছে। প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কললেটার ডাউনলোড করতে পারবেন।



  • Jul 16, 2021 16:23 IST
    হাইকোর্টে মামলা প্রাক্তন বিজেপি বিধায়কের

    বৈষ্ণবনগরে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পুনর্গণনা মামলা করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। তাঁর মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।



  • Jul 16, 2021 15:30 IST
    আগামী ২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ

    উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। আগামী ২০ জুলাই মঙ্গলবার সকাল নটায় আনুষ্ঠানিক ভাবে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না।



  • Jul 16, 2021 14:10 IST
    রাজ্যসভার ফাঁকা আসনে ভোট ঘোষণা

    আগামী ৯ অগাস্ট বাংলা থেকে রাজ্যসভায় একটি আসনে উপনির্বাচনের হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে যে, ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই। এছাড়া, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ থাকবেন।



  • Jul 16, 2021 12:23 IST
    তদন্তে সিআইডি

    মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস খুনের তদন্তভার হাতে নিল সিআইডি। আজ, শুক্রবারই মঙ্গলকোটে যেতে পারেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, সকলের সঙ্গে কথা বলে নমুনা সংগ্রহ করবেন গোয়েন্দারা। রাজনীতির বাইরে অসীম দাসের কোনও ব্যক্তিগত শত্রু ছিল কি না, আগে কেউ তাঁকে প্রাণমাশের হুমকি দিয়েছিলো কিনা, অতিসম্প্রতি তাঁর সঙ্গে কাদের যোগাযোগ হয়েছিল, জেরায় সেসব জানতে চাইতে পারেন তদন্তকারীরা।



  • Jul 16, 2021 11:26 IST
    কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’ একাধিক নেতা-মন্ত্রী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বলছে তৃণমূল

    কমিশনের দেওয়া রিপোর্টে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, শওকত মোল্লা, তৃণমূল নেতা উদয়ন গুহকে কুখ্যাত দুষ্কৃতী হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। পাল্টা শাসকদলের নেতা-বিধায়কদের মন্তব্য, এই রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।



  • Jul 16, 2021 10:19 IST
    খড়গ্রামে চায়ের দোকানে ডাম্পারের ধাক্কায় মৃত্যু চার জনের

    মুর্শিদাবাদের খড়গ্রামে সাত সকালে বড় দুর্ঘটনা। ভালকুন্দিতে চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের ধাক্কা। চার জনের মর্মান্তিক মৃত্যু। ঘাতক ডাম্পারটি আটক করেছে পুলিশ।



  • Jul 16, 2021 09:34 IST
    ইডি অফিসার সেজে সাংসদ শান্তনু সেনকে প্রতারণা!

    ইডি অফিসার পরিচয় দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রতারণা। অভিযোগ দায়ের লালবাজারে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।



  • Jul 16, 2021 09:33 IST
    বকখালির কাছে ট্রলারডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার

    দক্ষিণ ২৪ পরগনার বকখালির কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার। ট্রলারডুবিতে নিখোঁজ ১০ জনের দেহই উদ্ধার হল দুদিনের মাথায়।



  • Jul 16, 2021 09:32 IST
    ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু মেট্রো পরিষেবা

    করোনা বিধি মেনে আজ থেকে সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হল মেট্রো রেল পরিষেবা। রাজ্যে কোভিড বিধিনিষেধের জেরে এত দিন বন্ধ ছিল মেট্রো। জানা গিয়েছে, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেট্রো রেল। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বের রুটে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্ট রুটে চলবে ৪৮টি মেট্রো।



West Bengal weather update Political News General News
Advertisment