Advertisment

মদের দোকান খুলেছে, কিন্তু কেনার নিয়ম জানেন তো?

৪০ দিন দেশজুড়ে মদের দোকান বন্ধ থাকার পর আজ থেকে সুরাপ্রেমীদের এবং সরকারি কোষাগারের জন্য কিছুটা স্বস্তির খবর এলেও নিয়মের ফাঁস রয়েছে সেখানেও।

author-image
IE Bangla Web Desk
New Update
oreign liquor on shop, বিলেতি মদের দোকান, liquor on shop, মদের দোকান, liquor of shop, মদের দোকান, alcohol shop in west bengal, পশ্চিমবঙ্গে মদের দোকান, west bengal excise, পশ্চিমবঙ্গ আবগারি, west bengal excise department, পশ্চিমবঙ্গ আবগারি দফতর, excise duty, আবগারি শুল্ক, excise department west bengal, আবগারি দফতর পশ্চিমবঙ্গ, corona, করোনা, coronavirus, করোনা ভাইরাস, corona in west bengal, পশ্চিমবঙ্গে করোনা, liquor on shop kolkata, কলকাতায় মদের দোকান, liquor of shop in kolkata, মদের দোকান, alcohol shop in kolkata, কলকাতায় মদের দোকান, lock down in kolkata, কলকাতায় লকডাউন, lock down in bengal, পশ্চিমবঙ্গে লকডাউন, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, liquor price, মদের দাম

প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

তৃতীয় দফার লকডাউনে মদের দোকান খোলার নির্দেশ দিল রাজ্য সরকার। তবে কেবলমাত্র রেড জোনের মধ্যে থাকা কনটেনমেন্ট জোন নয় এমন এলাকা, সামগ্রিক অরেনজ এবং গ্রিন জোনেই যে মদের দোকান খোলা যাবে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। দুই জোনে মদের দোকান খোলায় অনুমতি মিললেও রাখা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। মাস্ক পরে কিনতে হবে মদ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নতুন নির্দেশ জানানো হয়েছে। ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খুললেও (বাজার ও শপিং মলে দোকান থাকলে তা খুলবে না), মেনে চলতে হবে সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশিকা।

Advertisment

আরও পড়ুন- মদের দোকানে তালা খুলতেই লকডাউন উধাও

নির্দেশিকায় বলা হয়েছে, ‘অফ' শপগুলি মদ বিক্রির জন্য খোলা রাখা হলেও, বার কিংবা রেস্তোরাঁ বন্ধই থাকবে। এছাড়া মদ কিনতে গিয়েও যাতে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। জানানো হয়েছে, কোন কোন দোকান খোলা যাবে সেই তালিকা জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেবে আবগারি দফতর। নির্দেশে এও বলা হয়েছে প্রত্যেকের মধ্যে দূরত্ব রাখতে হবে কমপক্ষে ৬ ফিট। একটি লাইনে পাঁচ জনের বেশি দাঁড়ানো যাবে না তাও বলে দেওয়া হয়েছে নির্দেশে।

publive-image জারি করা নির্দেশিকা

৪০ দিন দেশজুড়ে মদের দোকান বন্ধ থাকার পর আজ থেকে সুরাপ্রেমীদের এবং সরকারি কোষাগারের জন্য কিছুটা স্বস্তির খবর এলেও নিয়মের ফাঁস রয়েছে সেখানেও। আবগারি দফতরের নির্দেশে বলা হয়েছে যে একজন ক্রেতাকে ২টির বেশি বোতল বিক্রি করা যাবে না। এমনকি বিক্রির সময় দোকানের মধ্যে রাখতে হবে স্যানিটাইজার। প্রতিবারের বিক্রিতে ব্যবহার করতে হবে তা। কোন মদের কত দাম তা দোকানের বাইরে লিখে দিতে হবে। এমনকী বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে মদের দোকানগুলি। তবে সমস্ত নির্দেশের মতোই মাস্ক পরলে তবেই মিলবে মদ।

publive-image

প্রসঙ্গত, শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুমতি পেয়েই লকডাউনের সব শর্ত মেনে এবার মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।

West Bengal
Advertisment