Advertisment

বাংলায় কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত বাড়ল লকডাউন, ঘোষণা মমতার

''যেহেতু সারা দেশে করোনা বাড়ছে, আমরা যদি একটু করোনা সংক্রমণ কমিয়ে দেশকে সাহায্য় করতে পারি। তাই কিছু ছাড় দিয়ে লকডাউন বাড়াচ্ছি''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee,মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, মমতা ব্য়ানার্জী, মমতা ব্য়ানার্জি, coronavirus, করোনা, করোনাভাইরাস, mamata, mamata latest news, corona, safe home centre, সেফ হোম সেন্টার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

করোনা পরিস্থিতিতে বাংলায় ফের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্য়ে কনটেনমেন্ট জোনে লকডাউন জারি থাকবে বলে বুধবার জানালেন মমতা। এদিন নবান্নে সর্বদল বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছেন, ''লকডাউন আরও একটু বাড়ানো হল। করোনা যাতে ছড়িয়ে না পড়ে সে ব্য়াপারে সতর্ক থাকতে হবে''।

Advertisment

তবে উচ্চমাধ্য়মিকের পরীক্ষা সূচি অনুযায়ীই হবে। জুলাই মাসে উচ্চমাধ্য়মিকের বাকি তিন পরীক্ষা সূচি মেনেই হবে। এদিকে, ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা আগেই জানানো হয়েছে।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত মমতার-আমফানে বিরোধীদের নিয়ে কমিটি গঠন-করোনায় মৃত তৃণমূল বিধায়ক-উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন, মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, ''যেহেতু সারা দেশে করোনা বাড়ছে, আমরা যদি একটু করোনা সংক্রমণ কমিয়ে দেশকে সাহায্য় করতে পারি। তাই কিছু ছাড় দিয়ে লকডাউন বাড়াচ্ছি। উচ্চমাধ্য়মিকের ৩টে পরীক্ষা বাকি আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে করা হবে, সেটা দেখে নেওয়া হবে''।

এ প্রসঙ্গে মমতা আরও বলেছেন, '' সর্বদল বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা হয়েছে। সবাই যে এ নিয়ে একমত তা নন। কেউ বলেছেন ১৫ দিন বাড়ান, কেউ বলেছেন আলাদা মতামত রয়েছে''। বৈঠক শেষে সিপিএমের রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ''লকডাউন বাড়ানো হোক চেয়েছেন মমতা। লকডাউন বাড়ানো নিয়ে ভিন্নমত হয়েছে। প্রস্তুতি না নিয়ে ৪ ঘণ্টার মধ্য়ে লকডাউন ঘোষণা করা হয়। আমাদের সঙ্গে কথা না বলেই আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment