রাজ্যের দাবি মেনে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বাই, গুজরাট, চেন্নাইসহ ৬ জায়গায় উড়ান বন্ধ রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রয়োজনে সপ্তাহে তিন দিন কলকাতা থেকে ওই সব জায়গায় উড়ান চলতে পারে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, মেট্রো যদি সামাজিক দূরত্ব বিধি মেনে চালাতে চায়, চালাতে পারে। তাহলে রাজ্যের কোন আপত্তি নেই। পাশাপাশি তিনি বলেন, “কম সংখ্যায় লোকাল ট্রেন চালানো যেতে পারে। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে কথা বলতে পারে রেলওয়ে কতৃপক্ষ। এছাড়া রাজ্যের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলতে থাকবে।” ২০ সেপ্টেম্বর পর্যন্ত যথারীতি স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে তিনি ঘোষণা করেন। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে আগামী কাল ও ৩১ অগাস্ট, সোমবার লকডাউন।
