Advertisment

West Bengal Lok Sabha Election Result 2024: ফিকে মোদীর গ্যারান্টি! মমতা-অভিষেক জুটিতেই বাংলায় সবুজ ঝড়

West Bengal Indian General Election Results Live: লোকসভা ভোটের ফল ঘোষণায় বাংলায় উচ্ছ্বাসের স্রোত তৃণমূল শিবিরে। জোরালো ধাক্কা গেরুয়া শিবিরের। ভোটের ফলের সর্বশেষ ট্রেন্ডে দাগ কাটতে ব্যর্থ বাম-কংগ্রেস জোট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election Result 2024 Live: লোকসভা নির্বাচনের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট দেখুন

West Bengal Lok Sabha Election Result 2024 Live: মমতা-অভিষেক জুটিতেই বাংলায় সবুজ ঝড়

West Bengal Elections Result 2024 Live Updates: লোকসভা নির্বাচনের ভোট গণনায় তৃণমূ বাংলায় দুরন্ত সাফল্য তৃণমূলের। ধরাশায়ী বিজেপি। ধারেকাছেও নেই বাম এবং কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুরন্ত ফল করেছিল BJP। এক ধাক্কায় ১৮টি আসন পকেটে পুরেছিল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২টি আসন। অন্যদিকে, কংগ্রেস গতবার পেয়েছিল দুটি আসন। বামেরা একটি আসনও পায়নি। বাংলায় ৪২টি আসনের মধ্যে ১৭টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ১২টি আসনে এগিয়ে। গণনা চলছে।

  • Jun 04, 2024 21:10 IST
    কত আসন পেল তৃণমূল?

    ১৭টি আসনে জয়ী তৃণমূল, ১২টি আসনে এগিয়ে। গণনা চলছে। ২৯টি আসন জিতলে গতবারের থেকে ৭টি আসন বেশি পাবে জোড়াফুল শিবির।



  • Jun 04, 2024 21:04 IST
    হুগলির 'দিদি নম্বর ওয়ান' রচনা

    হুগলিতে তৃণমূলের জয়জয়কার। লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ৫১ হাজার ৬৫৪ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।



  • Jun 04, 2024 20:57 IST
    পরাজিত অধীর

    ইউসুফ পাঠানের কাছে ৮৫ হাজারের বেশি ভোটে পরাজিত বহরমপুরের 'রবিনহুড' অধীর চৌধুরি।



  • Jun 04, 2024 20:52 IST
    কীর্তি আজাদের হুঙ্কার

    জিতেই দিলীপ ঘোষকে একহাত নিলেন তৃণমূলের কীর্তি আজাদ।



  • Jun 04, 2024 20:50 IST
    চারবার সংসদে গেলেন কারা?

    হ্যাটট্রিক উনিশের ভোটেই হয়েছিল। চতুর্থবার সংসদে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার।



  • Jun 04, 2024 20:46 IST
    জয়ী তৃণমূলের প্রবীণরা

    তৃণমূলের প্রবীণদের জয়জয়কার। জিতলেন সুদীপ, সৌগত, কল্যাণ, প্রসূনরা।



  • Jun 04, 2024 20:44 IST
    যাদবপুরে জয়ী সায়নী

    যাদবপুরে জয়ী সায়নী ঘোষ। আশা জাগিয়েও ব্যর্থ সিপিএমের সৃজন ভট্টাচার্য।



  • Jun 04, 2024 20:43 IST
    কৃষ্ণনগরে জয়ী মহুয়া

    কৃষ্ণনগরে জয়ী মহুয়া মৈত্র। পরাজিত বিজেপির অমৃতা রায়।



  • Jun 04, 2024 20:40 IST
    রেকর্ড ভোটে জয়ী অভিষেক

    ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে ডায়মন্ড হারবারে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়



  • Jun 04, 2024 20:40 IST
    যাদবপুরে জয়ী সায়নী ঘোষ

    যাদবপুরে জয়ী সায়নী ঘোষ। আশা জাগিয়েও ব্যর্থ সিপিএমের সৃজন ভট্টাচার্য।



  • Jun 04, 2024 17:34 IST

    তৃণমূলের সাড়াজাগানো জয়ের পর উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল



  • Jun 04, 2024 15:57 IST
    দেড় লক্ষ ভোটে এগিয়ে প্রতিমা মণ্ডল

    রাউন্ডের শেষে জয়নগর লোকসভা কেন্দ্রে ১.৫৪ লক্ষ ভোটে এগিয়ে তৃণমূলের পার্থী প্রতিমা মণ্ডল



  • Jun 04, 2024 15:39 IST
    বনগাঁয় এগিয়ে শান্তনু ঠাকুর

    ১৮ রাউন্ড শেষে বনগাঁয় বিজেপির শান্তনু ঠাকুর প্রায় ৬৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 15:37 IST
    সৌগত রায় ৩৩ হাজার ভোটে এগিয়ে

    কুড়ি রাউন্ডের শেষে দমদমে সৌগত রায় ৩৩,৩৪৬ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী।



  • Jun 04, 2024 15:27 IST
    মমতার বাড়িতে অভিষেক

    সম্ভবত এবারের নির্বাচনে এরাজ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ৪ লক্ষ ৬৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হেলেন অভিষেক।

    মমতা-অভিষেক জুটিতে বাংলায় সবুজ ঝড়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল



  • Jun 04, 2024 15:26 IST
    দার্জিলিংয়ে বিজয়োল্লাস বিজেপির

    দার্জিলিংয়ে বিজয়োল্লাস শুরু বিজেপির। বিজেপি প্রার্থী রাজু বিস্তা বিপুল ভোটে জয়ের পথে।



  • Jun 04, 2024 15:25 IST
    দিলীপের ধমক-চমকই সার, কীর্তির কীর্তিতে মজে বর্ধমান-দুর্গাপুর

    ভোটের মার্জিন বেড়েই চলেছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। অন্যদিকে, ধমক-চমকই সার, ভোটবাক্সে পদ্ম ফোটাতে পারলেন না বিজেপির দিলীপ ঘোষ। ক্রমশ পিছিয়েই যাচ্ছেন তিনি।



  • Jun 04, 2024 15:13 IST
    অর্জুনকে হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

    এবার মজদুর ভবনে রেইড হবে! বিজেপির অর্জুন সিংকে হুঙ্কার তৃণমূলের পার্থ ভৌমিকের। ব্যারাকপুরে জয়ের পথে পার্থ ভৌমিক।



  • Jun 04, 2024 15:08 IST
    দেড় লক্ষ ভোটে এগিয়ে প্রতিমা মণ্ডল

    রাউন্ডের শেষে জয়নগর লোকসভা কেন্দ্রে ১.৫৪ লক্ষ ভোটে এগিয়ে তৃণমূলের পার্থী প্রতিমা মণ্ডল



  • Jun 04, 2024 15:06 IST
    লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের পথে সায়নী

    যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১১৬৩১৬ ভোটে এগিয়ে



  • Jun 04, 2024 14:49 IST
    তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই

    তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ফটো ফিনিশের পথে এই কেন্দ্রের ফল।



  • Jun 04, 2024 14:47 IST
    বহরমপুরে ইন্দ্রপতনের আভাস

    বহরমপুরে ইন্দ্রপতনের ইঙ্গিত। তৃণমূলের ইউসুফ পাঠান অনেক এগিয়ে। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের দিকপাল সাংসদ অধীর চৌধুরি।



  • Jun 04, 2024 14:46 IST
    ৩০ আসনে এগিয়ে তৃণমূল

    বাংলায় ৪২টি আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি ১১টি আসনে এগিয়ে। কংগ্রেস একটি আসনে এগিয়ে। বামেরা কোনও আসনেই এগিয়ে নেই।



  • Jun 04, 2024 14:45 IST
    এগিয়ে সুকান্ত

    ফের এগিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিছিয়ে গেলেন তৃণমূলের বিপ্লব মিত্র।



  • Jun 04, 2024 14:44 IST
    এগিয়ে দেব

    ঘাটালে এগিয়ে দেব, পিছিয়ে হিরণ।



  • Jun 04, 2024 14:43 IST
    রেকর্ড মার্জিনে জয়ের পথে অভিষেক

    লোকসভার ইতিহাসে বাংলা থেকে রেকর্ড ভোটের মার্জিনে জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে একেবারে ধরাশায়ী বিরোধীরা।



  • Jun 04, 2024 13:02 IST
    মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উচ্ছ্বাসে ভাসলেন তৃণমূলকর্মীরা

    এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ



  • Jun 04, 2024 12:56 IST
    জয়নগরে জয় প্রায় নিশ্চিত তৃণমূলের

    ভোট গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল।



  • Jun 04, 2024 12:50 IST
    বাংলায় সবুজ ঝড়

    কলাকাতায় উচ্ছ্বাস তৃণমূল কর্মী-সমর্থকদের। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

    এক্সপ্রেস ফটো: পার্থ পাল।



  • Jun 04, 2024 12:49 IST
    বাংলায় সবুজ ঝড়

    সবুজ আবির মেখে উচ্ছ্বাস তৃণমূল সমর্থকদের। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

    বিপুল উন্মাদনায় জোড়াফুলের কর্মী-সমর্থকরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।



  • Jun 04, 2024 12:41 IST
    মোদীর কত মন্ত্রী এখনও পিছিয়ে?

    লোকসভা নির্বাচনের গণনায় এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছেন মোদীর কতজন মন্ত্রী?

    ১.স্মৃতি ইরানি

    ২. নারায়ণ রানে

    ৩. রাও ইন্দ্রজিৎ সিং

    ৪. নিত্যানন্দ রাই

    ৫. গিরিরাজ সিং

    ৬. গজেন্দ্র সিং শেখাওয়াত

    ৭. অর্জুনরাম মেঘওয়াল

    ট্রেন্ড অনুসারে, এনডিএ ২৯১ টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ইণ্ডিয়া জোটের মোট সংখ্যা ২৩১ আসনে এগিয়ে রয়েছে ।



  • Jun 04, 2024 12:40 IST
    রেখা পাত্রকে দেখেই তাড়া

    লক্ষাধিক ভোটে পিছিয়ে সন্দেশখালির 'অগ্নিকন্যা' তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই কেন্দ্র থেকে বিপুল জয়ের পথে তৃণমূলের হাজি নুরুল ইসলাম। বসিরহাটের গণনাকেন্দ্রে রেখা পাত্রকে দেখেই এদিন রে রে করে তেড়ে যান বেশ কিছু তৃণমূলের কর্মী-সমর্থক। কোনও ক্রমে রেখার নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন।



  • Jun 04, 2024 12:37 IST
    রায়বেরেলিতে বড় জয়ের পথে রাহুল গান্ধী

    উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে খুব শীঘ্রই সুখবর পেতে চলেছে কংগ্রেস। রায়বেরেলি আসন থেকে বড় জয়ের দিকে এগোচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বর্তমানে তিনি রায়বেরেলি থেকে ১ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কেরালার ওয়েনাড আসন থেকেও এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। গতবার আমেঠি আসন থেকে পরাজয় বরণ করতে হয়েছিল রাহুল গান্ধীকে।



  • Jun 04, 2024 12:34 IST
    তৃণমূলের প্রায় জয় নিশ্চিত এই কেন্দ্রগুলিতে

    যাদবপুর

    দক্ষিণ কলকাতা</p>

    ডায়মন্ড হারবার

    জয়নগর

    মথুরাপুর

    শ্রীরামপুর

    ব্যারাকপুর

    হাওড়া

    উলুবেড়িয়া

    বর্ধমান-পূর্ব

    বর্ধমান-দুর্গাপুর

    বোলপুর

    বীরভূম

    বসিরহাট

    কৃষ্ণনগর



  • Jun 04, 2024 12:33 IST
    তৃণমূলের প্রায় জয় নিশ্চিত এই কেন্দ্রগুলিতে

    যাদবপুর

    দক্ষিণ কলকাতা</p>

    ডায়মন্ড হারবার

    জয়নগর

    মথুরাপুর

    শ্রীরামপুর

    ব্যারাকপুর

    হাওড়া

    উলুবেড়িয়া

    বর্ধমান-পূর্ব

    বর্ধমান-দুর্গাপুর

    বোলপুর

    বীরভূম

    বসিরহাট



  • Jun 04, 2024 12:21 IST
    ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে অভিষেক

    ডায়মন্ড হারবারে এবারও রেকর্ড ফলের পথে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্র থেকে ২ লক্ষ ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 12:10 IST
    বিরাট জয়ের পথে সায়নী

    যাদবপুর লোকসভা কেন্দ্রে বিরাট জয়ের পথে তৃণমূলের সায়নী ঘোষ। সায়নী প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি। এই কেন্দ্রে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে সিপিএম।



  • Jun 04, 2024 12:10 IST
    পিছিয়ে সেলিম

    মাঝে এগিয়ে থাকলেও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি ৫৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 12:10 IST
    বিরাট ব্যবধানে এগোলেন কল্যাণ

    শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিপুল মার্জিনে এগোলেন তৃমমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৫৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 11:40 IST
    দুরন্ত ফলের পথে শতাব্দী

    বীরভূমে এবারও জোড়াফুলের জয়জয়কার। এখনও পর্যন্ত এই কেন্দ্র থেকে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় এগিয়ে রয়েছেন। ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শতাব্দী।



  • Jun 04, 2024 11:39 IST
    পুরুলিয়ায় এগিয়ে তৃণমূল

    গতবার এই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। তবে এবার জোর টক্কর দিচ্ছে তৃণমূল। এই কেন্দ্র থেকে তৃণমূলের শান্তিরাম মাহাতো এগিয়ে রয়েছেন ৩১০৩ ভোটের ব্যবধানে। পিছিয়ে রয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।



  • Jun 04, 2024 11:37 IST
    যাদবপুরে স্বপ্নের জয়ের পথে সায়নী

    যাদবপুরে এবারও নতুন ইতিহাস রচনার পথে তৃণমূল। দলের যুবনেত্রী সায়নী ঘোষ এই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রায় ৫৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি। সিপিএমের সৃজন ভট্টাচার্য এই কেন্দ্রে তিন নম্বরে নেমে গিয়েছে।



  • Jun 04, 2024 11:37 IST
    বিপুল ভোটে এগিয়ে অভিষেক

    ডায়মন্ড হারবার কেন্দ্রে শুরু থেকেই এগিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্র থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক।



  • Jun 04, 2024 11:35 IST



  • Jun 04, 2024 11:34 IST
    পিছিয়ে নিশীথ

    কোচবিহার লোকসভা কেন্দ্রে বিরাট বিপর্যয়ের আশঙ্কার মুখে বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন ৭৭০০ ভোটে। এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের জগীশচন্দ্র বাসুনিয়া।



  • Jun 04, 2024 11:33 IST
    এগিয়ে অগ্নিমিত্রা

    মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৩৩০০ ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে পিছিয়ে তৃণমীলের তারকা প্রার্থী জুন মালিয়া।



  • Jun 04, 2024 11:27 IST
    এগোলেন অধীর

    দুরন্ত লড়াই বহরমপুরে। ভোট গণনার শুরু থেকে কখনও এগিয়ে কখনও আবার পিছিয়ে ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। এখনও পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 11:25 IST
    জয়নগরে এগিয়ে প্রতিমা

    জয়নগর লোকসভা কেন্দ্রে ৮ম রাউন্ডের পর তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র সমরেন্দ্রনাথ মণ্ডলের প্রাপ্ত ভোট ১০৬১৪০, বিজেপির অশোক কাণ্ডারীর প্রাপ্ত ভোট ৩২৩২।



  • Jun 04, 2024 11:25 IST
    জয়নগরে এগিয়ে প্রতিমা

    জয়নগর লোকসভা কেন্দ্রে ৮ম রাউন্ডের পর তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র সমরেন্দ্রনাথ মণ্ডলের প্রাপ্ত ভোট ১০৬১৪০, বিজেপির অশোক কাণ্ডারীর প্রাপ্ত ভোট ৩২৩২।



  • Jun 04, 2024 11:17 IST



CONGRESS CPIM tmc bjp লোকসভা নির্বাচন ২০২৪ loksabha election 2024 Lok Sabha Election Result 2024 Lok Sabha Election Result
Advertisment