Advertisment

West Bengal Lok Sabha Election Result 2024: ভোটে রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, উত্তর থেকে দক্ষিণ, বঙ্গে তৃণমূলের জয়জয়কার

WB General Election Results: শাসক থেকে বিরোধী, এবারের লোকসভা ভোটে লড়াইয়ের ময়দানে একাধিক হেভিওয়েট। গোটা ভোট পর্ব জুড়েই তাঁদের গতিবিধির উপর নজর ছিল সব মহলের। প্রচারে কখনও বিতর্কে জড়াতে দেখা গিয়েছে এঁদের কাউকে, কখনও আবারও এঁদেরই কেউ 'নম্র' ভাষণে জিতে নিয়েছেন মানুষের মন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election Result 2024 Live: লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল, পশ্চিমবঙ্গ

West Bengal Lok Sabha Election Result 2024 Live: নজরে ছিলেন অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, অভিজিৎ গাঙ্গুলি, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরদের মতো হেভিওয়েট প্রার্থীরা।

West Bengal Election Result 2024 Live Updates: রেকর্ড করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির অভিজিৎ দাস (ববি) পেয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। এর চেয়ে অনেকটাই পিছনে রয়েছেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৮৬,৯৫৩।

Advertisment

এবারে লোকসভা নির্বাচনের মধ্যেই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন হয়েছে। বরানগরেও উপনির্বাচন হয়েছে। দুটি উপনির্বাচনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। এর পাশাপাশি, লোকসভা নির্বাচনে রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কৃষ্ণনগরে জয়ী হয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র। বর্ধমান-দুর্গাপুরে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। আসানসোলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

উলুবেড়িয়ায় জয়ী হয়েছেন সাজদা আহমেদ। বহরমপুরে অধীর চৌধুরীকে ৮৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। চতুর্থবার বীরভূমে জয়ী হয়েছেন শতাব্দী রায়। ঘাটালে জয়ী হয়েছেন তৃণমূলের দীপক অধিকারী বা দেব। মালদা দক্ষিণে জয়ী হয়েছেন বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরি। বাঁকুড়়ায় কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সুভাষ সরকারকে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী।

শ্রীরামপুরে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ডা. শর্মিলা সরকার। তিনি ১.৫০ লক্ষেরও বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। জলপাইগুড়িতে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত রায়।

আরও পড়ুন- ভোটপরবর্তী সন্ত্রাস শুরু হয়েছে, বাড়তে পারে! খতিয়ান দিয়ে তীব্র আশঙ্কা প্রকাশ রাজ্য বিজেপির

মঙ্গলবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ভোটগণনায় বেশিরভাগ জায়গায় এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থীরা। তাঁদের জয়ের মার্জিন বাড়তেই উচ্ছ্বাস শুরু করে দেন তৃণমূল কর্মীরা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে থেকে শুরু করে রাজ্যজুড়ে সবুজ আবিরে পরস্পরকে রাঙিয়ে দেন তাঁরা। কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তাঁরা সাংবাদিক বৈঠক করেন।

  • Jun 04, 2024 21:08 IST
    রেকর্ড! ইতিহাসে অভিষেক, ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে ডায়মন্ড হারবারে জয়ী

    রেকর্ড করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির অভিজিৎ দাস (ববি) পেয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। এর চেয়ে অনেকটাই পিছনে রয়েছেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৮৬,৯৫৩।



  • Jun 04, 2024 18:29 IST
    জলপাইগুড়িতে জয়ী বিজেপি, ফের পদ্ম ফোটালেন জয়ন্ত রায়

    জলপাইগুড়িতে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত রায়। ডাক্তার জয়ন্ত কুমার রায়কে গত লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী করেছিল বিজেপি। প্রথমবারেই বাজিমাত করেছিলেন গেরুয়া শিবিরের এই চিকিৎসক নেতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং এমডি করা জয়ন্ত রায়কে এবারও ফের জলপাইগুড়ি সংরক্ষিত কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল বিজেপি। এবারও তিনি বাজিমাত করলেন। মঙ্গলবার ভোটগণনা শুরু থেকেই জয়ন্ত রায় এগিয়ে ছিলেন। ক্রমশ তাঁর জয়ের ব্যবধান বাড়ে। শেষ পর্যন্ত তিনিই জয়ী হলেন।



  • Jun 04, 2024 18:27 IST
    তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে ৩৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করলেন। এই লোকসভা কেন্দ্র ছিল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। কারণ, তমলুক অধিকারী গড় বলেই পরিচিত। বামেরা এই কেন্দ্রে প্রার্থী করেছিল আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ভোটগণনা শুরু হওয়ার পর থেকে দেখা যায়, তমলুকে রীতিমতো সাপলুডোর খেলা চলছে। এক এক রাউন্ড শেষ হচ্ছে। আর কখনও এগিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো কখনও দেবাংশু। শেষের দিকে বেশ কয়েক রাউন্ডে এগিয়ে যান অভিজৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের মার্জিনও ক্রমশ বাড়ে। শেষ পর্যন্ত তিনিই তমলুকে জিতলেন।



  • Jun 04, 2024 18:11 IST
    বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল, প্রথমবারেই বাজিমাত শর্মিলার

    বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী ডা. শর্মিলা সরকার। তিনি ১.৫০ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। গত লোকসভা নির্বাচন ২০১৯-এ এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুনীলকুমার মণ্ডল। এবার পেশায় চিকিৎসক ডা. শর্মিলা সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকে দেখা যায় যে তিনি প্রতি রাউন্ডেই ধাপে ধাপে এগোচ্ছিলেন। শেষমেষ তিনিই জিতলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম সরকারকে ১ লক্ষ ৬০ হাজার ৩৫০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থী। বাম প্রার্থী পেয়েছেন তৃতীয় স্থান।



  • Jun 04, 2024 17:56 IST
    হুগলিতে জয়ী রচনা বন্দ্যোপাধ্যায়, হারালেন লকেট চট্টোপাধ্যায়কে

    হুগলিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে হারালেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়। ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে এবারই প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ হলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় নেতাদের ঘনিষ্ঠ নেত্রী এবারও বাজিমাত করবেন বলেই বিশ্বাস ছিল বিজেপি নেতৃত্বের। কিন্তু, শেষ পর্যন্ত রচনাই দাগ কাটলেন। ভোটপরবর্তী সমীক্ষাতেও উঠে এসেছিল যে রচনাই এবার হুগলি লোকসভা আসনে জয়ী হতে চলেছেন। কিন্তু, মঙ্গলবার গণনার সময় থেকে দেখা যায় রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই কেন্দ্রে। শেষ পর্যন্ত অবশ্য ‘দিদি নম্বর ওয়ান’ই বাজিমাত করলেন।



  • Jun 04, 2024 17:42 IST
    জলপাইগুড়িতে জয়ী বিজেপি, ফের পদ্ম ফোটালেন জয়ন্ত রায়

    জলপাইগুড়িতে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত রায়। ডাক্তার জয়ন্ত কুমার রায়কে গত লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী করেছিল বিজেপি। প্রথমবারেই বাজিমাত করেছিলেন গেরুয়া শিবিরের এই চিকিৎসক নেতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং এমডি করা জয়ন্ত রায়কে এবারও ফের জলপাইগুড়ি সংরক্ষিত কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল বিজেপি। এবারও তিনি বাজিমাত করলেন। মঙ্গলবার ভোটগণনা শুরু থেকেই জয়ন্ত রায় এগিয়ে ছিলেন। ক্রমশ তাঁর জয়ের ব্যবধান বাড়ে। শেষ পর্যন্ত তিনিই জয়ী হলেন।



  • Jun 04, 2024 17:38 IST
    যাদবপুরে ২ লক্ষেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল

    যাদবপুরে ২ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ।



  • Jun 04, 2024 17:36 IST
    জঙ্গিপুরে ব্যবধান বাড়াল তৃণমূল

    নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তৃণমূলের খলিলুর রহমান জঙ্গিপুরে প্রায় লক্ষাধিক ভোটে এগিয়ে



  • Jun 04, 2024 17:25 IST
    বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল, প্রথমবারেই বাজিমাত শর্মিলার

    বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী ডা. শর্মিলা সরকার। তিনি ১.৫০ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। গত লোকসভা নির্বাচন ২০১৯-এ এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুনীলকুমার মণ্ডল। এবার পেশায় চিকিৎসক ডা. শর্মিলা সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকে দেখা যায় যে তিনি প্রতি রাউন্ডেই ধাপে ধাপে এগোচ্ছিলেন। শেষমেষ তিনিই জিতলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম সরকারকে ১ লক্ষ ৬০ হাজার ৩৫০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থী। বাম প্রার্থী পেয়েছেন তৃতীয় স্থান।



  • Jun 04, 2024 17:24 IST
    শ্রীরামপুরে তৃতীয়বার জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

    শ্রীরামপুরে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 17:04 IST
    বাঁকুড়ায় জয়ী অরূপ চক্রবর্তী

    কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সুভাষ সরকারকে পরাজিত করলেন তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী।



  • Jun 04, 2024 16:55 IST
    ঘাটালে জয়ী দেব

    ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী (দেব) বিপুল ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)-কে।



  • Jun 04, 2024 16:54 IST
    মান বাঁচল বাম-কংগ্রেস জোটের

    মালদা দক্ষিণে জয়ী ঈশা খান চৌধুরি।



  • Jun 04, 2024 16:49 IST
    ঘাটালে জয়ী দেব

    ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী (দেব) বিপুল ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)-কে।



  • Jun 04, 2024 16:49 IST
    চতুর্থবার বীরভূমে জয়ী শতাব্দী রায়

    বীরভূম লোকসভা কেন্দ্রে ফের জয়ী হলেন শতাব্দী রায়।



  • Jun 04, 2024 16:41 IST
    হাওড়ায় জয়ী তৃণমূল কংগ্রেস

    হাওড়ায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 16:38 IST
    উলুবেড়িয়ায় জয়ী তৃণমূল কংগ্রেস

    উলুবেড়িয়ায় জয়ী তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ।



  • Jun 04, 2024 16:34 IST
    অনিল বসুর রেকর্ড ভেঙে ৭ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

    ২০০৪ সালে অনিল বসু আরামবাগে ৫ লক্ষ ৯২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। যা ছিল রেকর্ড। অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা আসনে ৭ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক।



  • Jun 04, 2024 16:33 IST
    অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

    ২০০৪ সালে অনিল বসু আরামবাগে ৫ লক্ষ ৯২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। যা ছিল রেকর্ড। অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা আসনে ৭ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক।



  • Jun 04, 2024 16:32 IST
    বহরমপুরে জয়ী ইউসুফ পাঠান

    বহরমপুরে অধীর চৌধুরীকে ৮৬ হাজারেরও বেশি ভোটে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।



  • Jun 04, 2024 16:26 IST
    অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

    ২০০৪ সালে অনিল বসু আরামবাগে ৫ লক্ষ ৯২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। যা ছিল রেকর্ড। অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা আসনে ৬ লক্ষ ৯৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক।



  • Jun 04, 2024 16:21 IST
    আসানসোলে জয়ী শত্রুঘ্ন সিনহা

    আসানসোলে ৬৩ হাজার ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা। বর্ধমান-দুর্গাপুর আসনে জয়ী তৃণমূলের কীর্তি আজাদ।



  • Jun 04, 2024 16:16 IST
    অনিল বসুর রেকর্ড ভেঙে ৭ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

    ২০০৪ সালে অনিল বসু আরামবাগে ৫ লক্ষ ৯২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। যা ছিল রেকর্ড। অনিল বসুর রেকর্ড ভাঙার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা আসনে ৭ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক।



  • Jun 04, 2024 16:12 IST
    হুগলিতে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়

    হুগলিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের থেকে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 16:10 IST
    ঘাটালে হ্যাটট্রিক করার পথে দীপক অধিকারী (দেব)

    ঘাটালে হিরণের থেকে ১ লক্ষেরও বেশি ব্যবধানে এগিয়ে দেব।



  • Jun 04, 2024 16:09 IST
    বনগাঁয় ব্যবধান বাড়ালেন শান্তনু ঠাকুর

    বনগাঁয় ৪২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।



  • Jun 04, 2024 16:08 IST
    ঝাড়গ্রামে ১ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

    ঝাড়গ্রামে ১ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের কালীপদ সোরেন।



  • Jun 04, 2024 16:07 IST
    ডায়মন্ড হারবারে ৬ লক্ষের বেশি ভোটে এগিয়ে অভিষেক

    ডায়মন্ড হারবারে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 16:00 IST
    কালীঘাটে তৃণমূল সমর্থকদের আবিির-উচ্ছ্বাস

    বাংলায় বড় জয়ের পথে তৃণমূল



  • Jun 04, 2024 15:59 IST
    কালীঘাটে তৃণমূল সমর্থকদের আবিির-উচ্ছ্বাস

    বাংলায় বড় জয়ের পথে তৃণমূল



  • Jun 04, 2024 15:56 IST
    বহরমপুরে ব্যবধান বাড়ালেন তৃণমূলের ইউসুফ পাঠান

    বহরমপুরে ৭২ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান।



  • Jun 04, 2024 15:49 IST
    তমলুকে ব্যবধান বাড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    তমলুকে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



  • Jun 04, 2024 15:43 IST
    হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়

    হুগলিতে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 15:42 IST
    বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

    বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে।



  • Jun 04, 2024 15:41 IST
    বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

    বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে।



  • Jun 04, 2024 15:37 IST
    ঘাটালে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে দেব

    ঘাটালে ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী (দেব)।



  • Jun 04, 2024 15:36 IST
    আরামবাগে এগিয়ে তৃণমূলের মিতালি বাগ

    আরামবাগে ৩৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ।



  • Jun 04, 2024 15:34 IST
    কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক

    দুই ঘণ্টারও বেশি সময় ধরে তৃণমূলের দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক।



  • Jun 04, 2024 15:32 IST
    তমলুকে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    তমলুকে ১৮,৫৬৪ ভোটে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



  • Jun 04, 2024 15:30 IST
    জয়নগরে ২ লক্ষেরও বেশি ব্যবধানে এগিয়ে প্রতিমা মণ্ডল

    জয়নগরে ২,৪৯,৯০৯ ভোটে এগিয়ে প্রতিমা মণ্ডল।



  • Jun 04, 2024 15:29 IST
    বাড়ল সৌগত রায়ের জয়ের ব্যবধান

    দমদমে সৌগত রায়ের জয়ের ব্যবধান বেড়ে হল ৩৮,০২২।



  • Jun 04, 2024 15:28 IST
    বাড়ল সৌগত রায়ের জয়ের ব্যবধান

    দমদমে সৌগত রায়ের জয়ের ব্যবধান বেড়ে হল ৩৮,০২২।



  • Jun 04, 2024 15:22 IST
    ব্যবধান বাড়ল হাজি নুরুলের

    বসিরহাটে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।



  • Jun 04, 2024 15:12 IST
    কৃষ্ণনগরে জয়ী মহুয়া মৈত্র

    কৃষ্ণনগরে জয়ী তৃণমূল কংগ্রেস। জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র।



  • Jun 04, 2024 15:10 IST
    ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

    কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার।



  • Jun 04, 2024 15:07 IST
    মালদা উত্তরে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি

    মালদা উত্তরে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপির খগেন মুর্মু।



  • Jun 04, 2024 15:07 IST
    বারাসতে ৯৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

    বারাসতে ৯৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষদস্তিদার।



  • Jun 04, 2024 14:59 IST
    বীরভূমে ৮৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের শতাব্দী রায়

    বীরভূম লোকসভা কেন্দ্রে ৮৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়।



  • Jun 04, 2024 14:52 IST
    ডায়মন্ড হারবারে ৬ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল

    ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে।



  • Jun 04, 2024 14:49 IST
    অধীর চৌধুরী ২৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে

    বহরমপুরে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের থেকে ২৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী।



Adhir Chowdhury srijan bhattacharya Abhijit Ganguly West Bengal adhir choudhury loksabha election 2024 Dipsita Dhar Lok Sabha Election Result 2024 sujan chakraborty Lok Sabha Election Result
Advertisment